
দুটি পাতা একটি কুঁড়ির দেশ – ব্যাস, বাংলাদেশের মানুষকে আর কিছু না বললেও জায়গাটা চিনে নেবে ঠিকই। জায়গাটা সিলেট। আর এবার বিপিএলে আবারো ফিরছে সিলেট, আসছে সিলেটের একটি দল। অনিয়মের অভিযোগে গতবার টুর্নামেন্ট না খেলতে পারা সিলেট রয়ালস/সিলেট সুপারস্টারস এবার আবারো আসছে নতুন নাম নিয়ে – সিলেট সিক্সার্স/সুরমা সিক্সার্স। তো সেই দুটি পাতা একটি কুঁড়ির দেশে একটুপর বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে, এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। তবে দেখে আসি লন্ডনবাসীদের দলের হালচাল।
সত্য কথন সব সময় মিষ্টি হয় না, তিতাই হয় বেশিরভাগ সময়ে। তেমনি একটা তিতা সত্য হচ্ছে এই সিলেট দলের অবস্থা লম্বা রেসের ঘোড়া হবার মতো নয়। এই দলের নিউক্লিয়াস জাতীয় দলের দুই অলরাউন্ডার নাসির হোসেন আর সাব্বির রহমান, আরও নির্দিষ্ট করে বলতে গেলে সাব্বির রহমান। সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং যে প্রতিদিন কাজ করবে এমন তো নয়। তবুও আমি এদের খেলা দেখবো সাব্বিরকে ব্যাট করতে দেখার জন্য, তার ভয়ডরহীন ব্যাটিঙে এবার আর একটু পরিণতিবোধ আসুক, এটাই চাওয়া।
সাব্বির নাসির বাদে চোখ রাখতে পারেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান উপুল থারাঙ্গার উপরে, নিজের দিনে ভয়ংকর হতে যেতে পারেন এই ব্যাটসম্যান। স্বদেশী শ্রীলঙ্কান পেসার দাশুনা শানাকা কার্যকর হবেন তবে একই দেশের অলরাউন্ডার আসিলা গুনাবরধনে বোধহয় তার থেকে উত্তম হতে পারতেন। ক্ষুদ্র ক্রিকেটের এই বিজ্ঞাপনে কার্যকরী হতে পারেন শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভাও। আবার দুইদিন আগেই শারজায় মাত্র চার ওভারে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করা প্রতিভাবান পাকিস্তানি সুইং বোলার উসমান খানকেও দেখা যাবে সিলেটের জার্সি গায়ে। দেশী পেসার মোহাম্মদ শরীফ আর ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেটের অভিজ্ঞতার ঝুলি থেকে ঋদ্ধ হবেন দলের অন্য সবাই, এ কথা বলাই যায়। অনেকের মতেই দেশের সেরা উইকেটরক্ষক নূরুল হাসান সোহানকেও দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। আছেন, আছেন অভিজ্ঞ টেস্ট স্পিনার তাইজুলও। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তানি বাবর আজমের আগমন সিলেটকে করেছে শক্তিশালী, সাথে বছরজুড়ে বিশ্বব্যাপী টি২০ টুর্নামেন্টগুলোতে খেলা আন্দ্রে ফ্লেচারও আছেন এখানে।
সিলেট দলটার কাছে চাওয়ার তেমন নেই, আর যাদের হারানোর কিছু নেই, তারা কিন্তু ভয়ংকর হতে পারে, এটাই ক্রিকেটের মজা। দলে ছড়ানো ছিটানো রয়েছে অনেক নতুন প্রতিভাবান প্লেয়ার। দেখা যাক, এই দল কত দূর যায়।
সিলেট সিক্সার্স স্কোয়াড
দেশী খেলোয়াড়
- সাব্বির রহমান
- নাসির হোসেন
- তাইজুল ইসলাম
- কামরুল ইসলাম রাব্বি
- আবুল হাসান
- মোহাম্মদ শরীফ
- নাবিল সামাদ
- নূরুল হাসান সোহান
- শুভাগত হোম
- ইমতিয়াজ হোসেন
- শরীফ উল্লাহ
বিদেশী খেলোয়াড়
- আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ)
- বাবর আজম (পাকিস্তান)
- উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা)
- চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা)
- ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
- দাসুন শানাকা (শ্রীলঙ্কা)
- দানুষ্কা গুণাতিলাকা (শ্রীলঙ্কা)
- লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড)
- ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ)
- গোলাম মুদাসসার (পাকিস্তান)
- অ্যান্দ্রে ম্যাকার্থি (ওয়েস্ট ইন্ডিজ)
- উসমান খান (পাকিস্তান)
- রস হোয়াটলি (ইংল্যান্ড)
আরো বিস্তারিত জানতে ফেইসবুকে দেখুন –https://www.facebook.com/gollachhutsportsblog/videos/1620969437940843/
ইউটিউবে চোখ রাখুন – https://www.youtube.com/watch?v=TWJ-rKiIxDk