
ক্লাব কিংবদন্তী ফ্র্যানসেস্কো টট্টির অবসরের বেদনা যেতে না যেতে আরেকটা খাবার খবর শুনলো ইতালিয়ান ক্লাব এএস রোমা। তাদের ইতালিয়ান কোচ লুসিয়ানো স্প্যালেত্তি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরেক ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের দায়িত্ব নিতে চলেছেন তিনি।
এর আগেও ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত স্প্যালেত্তি রোমার ম্যানেজারের দায়িত্বে ছিলেন। পরে ২০১৬ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় রোমার দায়িত্ব নিতে আসেন তিনি। মাঝে ছিলেন রাশিয়ান ক্লাব জেনিতের কোচ। বলা হয়ে থাকে তাঁর ও চেক কোচ জদানেক জেমানের অধীনেই খেলোয়াড় ফ্র্যানসেস্কো টট্টির উন্নয়ন ঘটেছিল সবচাইতে বেশী।
এদিকে ডিয়েগো সিমিওনি, মরিসিও পচেত্তিনো, আন্তোনিও কন্তে কাউকে না পেয়ে স্প্যালেত্তিকেই নিজেদের পরবর্তী ম্যানেজার বানাতে যাচ্ছে ইন্টার মিলান। ইন্টারের সাবেক প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তির নিজেরও খুব পছন্দের লোক লুসিয়ানো স্প্যালেত্তি।