
এ বছরের জুন মাসের ১ তারিখ থেকে ইংল্যান্ড আর ওয়েলসে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম, সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার শুভাগত হোম, পেসার শুভাশিস রায় ও উইকেটরক্ষক নূরুল হাসান সোহান। তবে আয়ারল্যান্ড ট্রাইসিরিজের দলে সোহান আর শুভাশিস কে রাখা হয়েছে, দুই দলের প্রত্যেকটাতেই বাদ পড়েছেন শুভাগত, কারণ নির্বাচকদের মতে ইংলিশ কণ্ডিশানে এত স্পিনার দলে রাখার কোন যুক্তি নেই। চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই কিন্তু ট্রাইসিরিজের দলে আছেন এরকম আছেন শুধু অলরাউন্ডার নাসির হোসেন। দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলা বাহিনী –
বাংলাদেশ স্কোয়াড
- তামিম ইকবাল
- সৌম্য সরকার
- ইমরুল কায়েস
- সাকিব আল হাসান
- মুশফিকুর রহিম
- মাশরাফি বিন মুর্তজা
- মাহমুদুল্লাহ রিয়াদ
- মোসাদ্দেক হোসেন সৈকত
- রুবেল হোসেন
- তাসকিন আহমেদ
- সাব্বির রহমান
- মুস্তাফিজুর রহমান
- সানজামুল ইসলাম
- মেহেদি হাসান মিরাজ
- শফিউল ইসলাম