
“জাগো বাহে, কোনঠে সবাই”
বাংলা সাহিত্যের উৎসাহী পাঠকের অবশ্যই মনে থাকার কথা এই সংলাপের কথা। তেমনি এবার জাগরণের ডাক দিয়েছে বাহের দেশের দল। একের পর এক বড় বড় স্পন্সরের সাথে চুক্তি, অসাধারণ থিম সং, মোবাইলে খেলার জন্য গেম বের করা- মানে হাইপ টা তারা তুলতে পেরেছে ভালোই, এবার মাঠের কাজে এই গতি ধরে রাখলে হ্যাট্রিক শিরোপাজয়ী অধিনায়ক ম্যাশ এবার ফোরট্রিক করতে পারেন খুব সহজেই। বিজ্ঞ পাঠক অবশ্যই বুঝতে পেরেছেন, কোন দলের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে, রংপুর রাইডার্সের কথা!
এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিবির থেকে বিপিএলের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নেতৃত্বে নিয়ে এসেছে রংপুর রাইডার্স। নেতৃত্বে যখন বস, তখন প্রত্যাশাও থাকে আকাশচুম্বী। তবে ক্রিকেট ১১ জনের খেলা, তাই দল গোছানোতে শুরু থেকেই নজর দেয় রংপুর। ভাবুন তো, ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম একসাথে ওপেন করতে নামছেন!- ভাবছেন, ছেলেটা কি স্বপ্ন দেখছে! আসলে না, আমি স্বপ্ন দেখছি না বরং বাস্তবটাই বলছি, কারণ এবার এই দুজনই আছেন বাহেদের দলে।
শুরু থেকে শেষ পর্যন্ত বিগ হিট করতে হবে? শ্রীলঙ্কান দুই পেরেরা আছেন গেইল আর ম্যাকের সাথে। শুরুতে কুশল পেরেরা আর শেষে থিসারা পেরেরা। আর আছেন দেশের হার্ডহিটার জিয়াউর রহমান। নিজেদের দিনে এরা একজনই ম্যাচ জেতাতে পারেন। রান মেশিন শাহরিয়ার নাফিস তো আছেনই একদিক থেকে ইনিংস ধরে রাখতে।
এই দলের ভারসাম্য চমৎকার। ম্যাশ নিজেই বোলিঙে নেতৃত্ব দেবেন, সাথে নেবেন দেশের গতিতারকা রুবেল হোসেন ও পেসার হান্ট এর নবাগত গতিতারকা এবাদাত হোসেন কে। ও ভালো কথা, টি২০ ফরম্যাটের অন্যতম শ্রেষ্ঠ পেসার লাসিথ মালিঙ্গাও আছেন এদের দলে! জিয়া, থিসারা পেরেরা, রবি বোপারা- সবাই এই ফরম্যাটে কার্যকর বোলার। আরেক অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ঘূর্ণির মায়াজাল বিস্তার করবেন ইলিয়াস সানি, সোহাগ গাজী, স্যামুয়েল বদ্রীরা। ডেথ ওভারগুলোতে নুয়ান কুলাসেকারার বোলিংও হতে পারে দারুণ কার্যকরী!
সব মিলিয়ে বাহেরা শিরোপার অন্যতম দাবিদার। ম্যাশের ফোরট্রিক শিরোপা উৎসব দেখলে ভালোই লাগবে।
রংপুর রাইডার্স স্কোয়াড
দেশী খেলোয়াড়
- মাশরাফি বিন মর্তুজা
- রুবেল হোসেন
- শাহরিয়ার নাফীস
- আব্দুর রাজ্জাক
- ইলিয়াস সানী
- সোহাগ গাজী
- এবাদাত হোসেন
- মোহাম্মদ মিথুন
- নাহিদুল ইসলাম
- নাজমুল ইসলাম
- শামসুর রহমান
- জিয়াউর রহমান
- ফজলে মাহমুদ
বিদেশী খেলোয়াড়
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
- ব্রেন্ডান ম্যাককালাম (নিউজিল্যান্ড)
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
- কুশল পেরেরা (শ্রীলঙ্কা)
- নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা)
- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
- রবি বোপারা (ইংল্যান্ড)
- জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
- স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
- স্যাম হেইন (ইংল্যান্ড)
- অ্যাডাম লিথ (ইংল্যান্ড)
- সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান)
- ডেভিড উইলি (ইংল্যান্ড)
- জহির খান (আফগানিস্তান)
ফেইসবুকে চোখ রাখুন : https://www.facebook.com/gollachhutsportsblog/videos/1621181901252930/
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=jtWNXckbrHc&feature=youtu.be