
গতবার ফাইনালে উঠেও একটুর জন্য শিরোপা না ছুঁতে পারা রাজশাহী কিংস এবার আর সেই হাহাকারের পুনরাবৃত্তি করতে চায় না। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামির অধিনায়কত্বে এবার দলের তাই শক্তিবৃদ্ধি হয়েছে দেশীয় মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তির মাধ্যমে। দলে নতুন এসেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার লেন্ডল সিমন্স ও জিম্বাবুইয়ান লোয়ার অর্ডার ব্যাটসম্যান ম্যালকম ওয়ালারও। অধিনায়ক ড্যারেন স্যামি নেতৃত্ব দেবেন দলের বোলিং ডিপার্টমেন্টেও, যেখানে তিনি পাচ্ছেন সুপারস্টার মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ, পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি, নিউজিল্যান্ডের জেইমস ফ্র্যাঙ্কলিন, ইংল্যান্ডের সামিত প্যাটেল, দেশীয় অলরাউন্ডার ফরহাদ রেজা ও নাঈম ইসলামকে। আছেন স্যামির স্বদেশী কেসরিক উইলিয়ামসও। প্যাটেল, নাঈম, রেজা, ফ্র্যাঙ্কলিন, স্যামি, মিরাজ – ব্যাট হাতেও তারা টি২০ ফরম্যাটে বেশ কার্যকরী। দলের সহ অধিনায়কের ভার এবার পড়েছে মুশফিকুর রহিমের কাঁধে, যিনি তর্কাতীতভাবে দলের সেরা ব্যাটসম্যান ও বিপিএলের ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যাটসম্যান। ব্যাটিং ডিপার্টমেন্টে মুশফিকের সঙ্গী হচ্ছেন স্বদেশী মমিনুল হক ও রনি তালুকদার, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স, ইংল্যান্ডের লুক রাইট।
তরুণ আনকোরা খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানি লেগস্পিনার উসামা মীর নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে পারেন এই টুর্নামেন্টে। আছেন ঘরোয়া ক্রিকেটের পোড় খাওয়া ব্যাটসম্যান রনি তালুকদারও। শেষমুহুর্তে কয়েক বলের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর বাড়ানোর সামর্থ্য আছে বিশ্বব্যাপী টি২০ খেলে বেড়ানো সামিত প্যাটেলের।
সাব্বিরকে সিলেটের কাছে দিয়ে নিজেদের দেশীয় আইকন হিসেবে মুশফিকের পাশাপাশি মুস্তাফিজ ও মিরাজকে এনে দলের সুপারস্টার ভ্যালু বেশ বৃদ্ধি করেছে রাজশাহী। দল হিসেবে খেললে এবার রানার্সআপ নয়, চ্যাম্পিয়নই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমের দেশের লোকজনদের! বিদেশী খেলোয়াড়দের মধ্যে স্যামি, রাইট, ফ্র্যাঙ্কলিন, প্যাটেল সবারই এ দেশের কন্ডিশানে খেলার ভালো অভিজ্ঞতা আছে, তাই রাজশাহীরও ট্রফি জেতার এবার ভালোই সম্ভাবনা আছে!
রাজশাহী কিংস স্কোয়াড
দেশী খেলোয়াড়
- মুশফিকুর রহিম
- মুস্তাফিজুর রহমান
- মেহেদি হাসান মিরাজ
- মমিনুল হক
- ফরহাদ রেজা
- রনি তালুকদার
- নাঈম ইসলাম জুনিয়র
- হোসেন আলী
- জাকির হাসান
- নিহাদুজ্জামান
- কাজী অনিক
বিদেশী খেলোয়াড়
- ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)
- লুক রাইট (ইংল্যান্ড)
- কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
- লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)
- জেইমস ফ্র্যাঙ্কলিন (নিউজিল্যান্ড)
- মোহাম্মদ সামি (পাকিস্তান)
- সামিত প্যাটেল (ইংল্যান্ড)
- রাজা আলী দার (পাকিস্তান)
- উসামা মীর (পাকিস্তান)
- ম্যালকম ওয়ালার (জিম্বাবুয়ে)
ফেইসবুকে দেখতে চোখ রাখুন : https://www.facebook.com/gollachhutsportsblog/videos/1621145371256583/
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=DNb0VDcmqJo