
পর পর দুইটা ম্যাচ জেতা অবস্থা থেকে নষ্ট করলাম। হয়তো ফ্রেন্ডলী ম্যাচ। কিন্তু রেংকিং এ আগানোর সুযোগ ছিলো।
আর যা বুঝলাম এই ফিটনেসে হওয়া খুব কঠিন। শেষ সময়ে গোল ক্রুয়েফ ২.৫ বছরেও ঠিক করতে পারে নাই। যদিও আসল কারন ফিজিক্যাল আর মানসিক। যার জন্য দরকার ট্রেইনার আর সাইক্রিয়াটিস্ট। যেটা বাফুফে দিবে না। এখনো সেই আগের দিন কি আছে??
আফগানিস্তান পুরা কোচিং সাপোর্ট স্টাফদের সেট আপ নিয়ে আসছে।আমাদের কিছু নাই। আমরা মনে হয় ওদের থেকেও গরীব…..বাজেটের আগে মন্ত্রী কিছু কি বলবেন??