
সামনে জুন মাসের এক তারিখে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত হওয়া শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছেন পেসার লাসিথ মালিঙ্গা ও নিয়মিত ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিভিন্ন ইনজুরির কারণে ২০১৫ সালের নভেম্বর থেকে ওয়ানডে খেলতে না পারা মালিঙ্গার সাথে শ্রীলঙ্কার পেস আক্রমণে দেখা যাবে সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও নুয়ান কুলাসেকারা। স্কোয়াডের সাথে স্ট্যান্ডবাই হিসেবে আছেন দানুষ্কা গুণাতিলাকা ও দিলরুয়ান পেরেরা। মিডিয়াম পেস বোলারদের মধ্যে দলে আছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজে, সাথে আছেন থিসারা পেরেরা। দলে ব্যাটিং লাইনআপ শক্ত করেছেন চামারা কাপুগেদেরা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুণারত্নে ও উপুল থারাঙ্গা। দেখে নেওয়া যাক পুরো দলটা…
শ্রীলঙ্কা স্কোয়াড
- উপুল থারাঙ্গা
- অ্যাঞ্জেলো ম্যাথিউস
- কুশল পেরেরা
- কুশল মেন্ডিস
- নিরোশান ডিকভেলা
- দীনেশ চান্দিমাল
- চামারা কাপুগেদেরা
- আসেলা গুণারত্নে
- লাসিথ মালিঙ্গা
- সুরাঙ্গা লাকমাল
- নুয়ান প্রদীপ
- নুয়ান কুলাসেকেরা
- থিসারা পেরেরা
- লাকশান সান্দাকান
- সেকুগে প্রসন্ন