
গত আসরে খুলনার কোন দল ছিলোনা, এবার তারা ফিরেছে। কিন্তু নামের সেই জৌলুস নেই। রয়েল বেঙ্গল শুনলেই যেমন বাঘের ক্ষিপ্রতার কথা মনে পড়ে, এবারে তাদের নাম টাইটানস শুনলেই কেন যেন টাইটানিকের সেই দুর্ঘটনার কথা মনে পড়ছে। মানযার রানা আর সেতু- সড়ক দুর্ঘটনায় নিহত এই দুই ক্রিকেটারের জার্সি উন্মোচন করে একটু আবেগাপ্লুত করে দিলেও আসলে এই দলটা মাঝারি মানের, এরা শিরোপার কাছাকাছি গেলে সেটা হবে বড় চমক।
তুলনামুলক কম পরিচিত ক্রিকেটারদের দিয়ে দল গড়লেও তাদের কাণ্ডারি কিন্তু খুবই নির্ভরযোগ্য- সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ! ব্যাট বল আর অধিনায়কত্ব- তিন জায়গাতেই তিনি এক কথায় অসাধারণ! শান্ত মেজাজের এই মানুষটি অশান্ত হয়ে ছেলেমানুষি না করে এলে খুলনার বড় ভরসা হবেন তিনিই।

এ ছাড়া আমি আরও একজনের কথা জোর দিয়ে বলবো- হাসানুজ্জামান। আমাদের অধিনায়ক ম্যাশের দারুন পছন্দের খেলোয়াড়। জেনুইন বিগ হিটার একজন। প্রমাণ করেছেন এবারের প্রিমিয়ার লীগে, বলেছেন, বিপিএল খেলা তার স্বপ্ন। দেখা যাক, স্বপ্নপূরণের আসরে তিনি কেমন চমক দেখাতে পারেন।
এ ছাড়া আর কিছু তেমন বলার আছে বলে মনে হচ্ছে না। মশাররফ রুবেল, শফিউল ইসলাম- এরা দলকে ডোবাতে সিদ্ধহস্ত! এদের ভেল্কি যদি দেখা যায়, তবে আর বিপক্ষের চিন্তা নেই! নাইম ইসলাম জুনিয়র ঘরোয়া আসরের পরীক্ষিত খেলোয়াড়। অলক কাপালি এবার কুমিল্লা থেকে খুলনায় এসেছেন, তার উপর অনেক দায়িত্ব। তার ব্যাটিং এর সাথে লেগ স্পিন টাও কার্যকরী হবে আশা করি। বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সিমন্স বাদে বাকিরা তেমন পরিচিত নন এদেশের দর্শকদের কাছে। সব মিলিয়ে এই দলকে শিরোপার কাছাকাছি যেতে হলে বিরাট চমক দেখাতে হবে। ইতিহাস থেকে খুলনার সমর্থকরা প্রেরণা পেতে পারেন। গতবার বরিশালকে কেউ গোনায় ধরেনি, তারা তো শিরোপার খুব কাছে চলে গেছিলো। এবারো রিয়াদের নেতৃত্বে এমন কিছু আশা করতে দোষ কি?

খুলনা টাইটানস স্কোয়াড
- মাহমুদুল্লাহ রিয়াদ (অলরাউন্ডার, বাংলাদেশ) – অধিনায়ক
- আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ)
- কেভন কুপার (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ)
- জুনাইদ খান (বোলার, পাকিস্তান)
- বেন লফলিন (বোলার, অস্ট্রেলিয়া)
- মোশাররফ হোসেন রুবেল (বোলার, বাংলাদেশ)
- নিকোলাস পুরান (উইকেটরক্ষক ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ)
- শফিউল ইসলাম (বোলার, বাংলাদেশ)
- অলক কাপালি (অলরাউন্ডার, বাংলাদেশ)
- শুভাগত হোম (অলরাউন্ডার, বাংলাদেশ)
- লেন্ডল সিমন্স (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- তাইবুর রহমান (অলরাউন্ডার, বাংলাদেশ)
- রিকি ওয়েসেলস (ব্যাটসম্যান, অস্ট্রেলিয়া)
- নাঈম ইসলাম জুনিয়র (বোলার, বাংলাদেশ)
- মোহাম্মদ আসগর (বোলার, পাকিস্তান)
- নূর হোসেন (বোলার, বাংলাদেশ)
- বেনি হাওয়েল (অলরাউন্ডার, ইংল্যান্ড)
- হাসানুজ্জামান (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- আরিফুল হক (অলরাউন্ডার, বাংলাদেশ)
- আব্দুল মজিদ (বোলার, পাকিস্তান)
- আবু সায়েম (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- আব্দুল হালিম (বোলার, বাংলাদেশ)