
কাল গলে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছে ভানিদু হাসারাঙ্গা! এটি ওয়ানডে ক্রিকেটের ৪২ তম হ্যাটট্রিক। এর আগের হ্যাটট্রিক ছিলো আমাদের তাসকিন আহমেদের শ্রীলংকার বিপক্ষে। হাসরাঙ্গার ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক জিম্বাবুয়ের বিপক্ষে, ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক এর যাত্রা শুরু করে আমাদের তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে! এরপরে বাংলাদেশের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করে কাগিসো রাবাদা! আজ করলো লংকান হাসরাঙ্গা।
ক্রিকেট ইতিহাসের প্রথম লেগী এবং লংকান ক্রিকেটে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করলো হাসরাঙ্গা, ওর চেয়ে কম বয়সে হ্যাটট্রিক আছে আর দুজনের!
ওয়ানডে ক্রিকেটে আমাদের হ্যাটট্রিক রয়েছে ৫ জনের! শাহাদাত দিয়ে শুরু তাসকিন দিয়ে শেষ মাঝে রাজ্জাক, রুবেল ও তাইজুল।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশী হ্যাটট্রিক শ্রীলংকা ও পাকিস্তানের, সমান ৮ টি! অজিদের ৬, আমাদের ৫, ইংলিশ ৪, আফ্রিকা ৩ এবং ভারত, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের রয়েছে ২ টি করে। লাসিথ মালিঙ্গা একাই করেছে ৩ বার!
সবচেয়ে বেশীবার হ্যাটট্রিক হয়েছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ৬ বার, আমাদের বিপক্ষে হয়েছে ২ বার! ভাস ও রাবাদার অভিষেকে হ্যাটট্রিক।
তামিম ইকবাল কখনো হ্যাটট্রিক করে নাই তাই এর প্রতিবাদে তার বন্ধু সাকিবও এখনো ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করে নাই।
@রিফাত এমিল