
কাগজে-কলমে হিসাব করলে এবারের দুর্বলতম দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই খুলনা টাইটানস। তবু যদিও এই খুলনার দলটিকে রেসের ঘোড়া হিসেবে বাজী ধরা যায় তবে তাঁর পিছনে কারণ থাকবে দুটি – এক. মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বগুণ দুই. দলে দেশীয় তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের আধিক্য। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সাইফ হাসান, আবু জায়েদ রাহী – প্রত্যেকেই বয়সভিত্তিক দলগুলোতে ও গত বিপিএলে নিজেদের যোগ্যতার ঝলক দেখিয়েছেন। উপযুক্ত পরিচর্যা করা গেলে এরাই আসল টাইটান হয়ে উঠতে পারেন – এ কথা বলার অপেক্ষা রাখেনা। আর এই পরিচর্যার ভার পড়েছে এবার মাহমুদউল্লাহ রিয়াদ, মোশাররফ রুবেল, শফিউল ইসলামদের মত অভিজ্ঞদের হাতে। বিদেশী খেলোয়াড়দের মধ্যে দক্ষিণ আফ্রিকান পেসার কাইল অ্যাবট, সম্প্রতি পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ, পেসার জুনাইদ খান, শ্রীলঙ্কান স্পিনার সেকুগে প্রসন্ন, অলরাউন্ডার আকিলা দানাঞ্জায়া, দক্ষিণ আফ্রিকান কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান রিলি রুশো, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়াইট – এদের নাম উল্লেখ করা যেতে পারে। কেউই অতটা টি২০ এর মহাতারকা নন, তবে একটা দল হিসেবে খেলতে পারলে সবাইকে চমকে দেওয়ার সামর্থ্য অবশ্যই আছে খুলনা টাইটানসের।
খুলনা টাইটানস স্কোয়াড
দেশী খেলোয়াড়
- মাহমুদউল্লাহ রিয়াদ
- মোশাররফ হোসেন রুবেল
- আফিফ হোসেন ধ্রুব
- নাজমুল হোসেন শান্ত
- সাইফ হাসান
- শফিউল ইসলাম
- আবু জায়েদ রাহী
- আরিফুল হক
- ইমরান আলী
- তানভির ইসলাম
- ইয়াসির আলী
- ধীমান ঘোষ
বিদেশী খেলোয়াড়
- কাইল অ্যাবট (দক্ষিণ আফ্রিকা)
- কার্লোস ব্রাথওয়াইট (ওয়েস্ট ইন্ডিজ)
- রিলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
- সরফরাজ আহমেদ (পাকিস্তান)
- সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা)
- জুনাইদ খান (পাকিস্তান)
- আকিলা দানাঞ্জায়া (শ্রীলঙ্কা)
- নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
- জফ্রা আর্চার (ওয়েস্ট ইন্ডিজ)
- বেনি হাওয়েল (ইংল্যান্ড)
- মাইকেল ক্লিঙ্গার (অস্ট্রেলিয়া)
- শিহান জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
- শাদাব খান (পাকিস্তান)
- চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)
ফেইসবুকে আরো দেখতে চাইলে : https://www.facebook.com/gollachhutsportsblog/videos/1621846297853157/
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=h3k3A56aeqo