
গত বছর বিপিএলের সব দলের রিভিউ লিখেছিলাম, এটা আমার অন্যতম প্রিয় কাজ, এবারো করার চেষ্টা করবো, জোর দেব দলের স্লোগান এবং ভারসাম্যের উপর।
গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা দলে এবারেও আমাদের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আছেন। টি টুয়েন্টি এর দিক থেকে চিন্তা করতে গেলে তিনি সব্যসাচী, বোলিঙে কৃপণ, এক কথায় হাড় কিপটে চলতি ভাষায়। ব্যাট হাতেও দলের নির্ভরতা। সাথে তার ক্ষুরধার ক্রিকেট মস্তিস্ক ব্যবহার করে অধিনায়কত্ব করবেন, তিনি দলের অন্যতম ভরসা – আইকন প্লেয়ার বলে কথা। বিপিএলের দুবারের টুর্নামেন্ট সেরা, একবারের শিরোপা জয়ী অধিনায়ক। তাই বাজির সব থেকে বড় দানটা সাকিব কে নিয়েই ধরবো আমি।
সাকিব আল হাসান যদি ঢাকার মূল নায়ক হন তবে পার্শ্ব চরিত্রে আছেন ব্যাটিং শিল্পী সাঙ্গা – কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিয়ান বিগ হিটার কিয়েরন পোলারড, মারমার কাটকাট ক্রিকেটের আদি বিজ্ঞাপন শহীদ আফ্রিদি। শ্যেন ওয়াটসনকেও ভুলে থাকতে পারেন কিভাবে? আর আছেন বাংলার তরুণ তুর্কি মোসাদ্দেক হোসেন সৈকত। বল হাতে ত্রাস হয়ে উঠতে পারবেন গতবারের ইওর্কার মানব আবু হায়দার রনি? প্রশ্নের উত্তরের উপর অনেক কিছুই নির্ভর করবে। আছেন চোট থেকে ফেরা পেসার মোহাম্মদ শহীদও। পাকিস্তানের সুইং যুবরাজ মোহাম্মদ আমীরের একটি স্পেল ধ্বংস করে দিতে পারে যেকোন ব্যাটিং লাইনআপের টপ অর্ডার!
বলা হয়, কুড়ি বিশের ক্রিকেট নাকি সব্যসাচীদের খেলা। কথাটা অনেকাংশে সত্যি। সাকিব, পোলারড, আফ্রিদিরা তো তা করতে থাকবেন ই। তাহলে চমক? হ্যা সেটাও আছে, সুনিল নারাইন! বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে তার ২২ বলে ৫৩ রানের ঝড় দেখে আসতে পারেন। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক ম্যাচেই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নেমে অনেকের চক্ষু চড়কগাছ করেছিলেন তিনি!
ঝড় তুলে গতবার আলোচনায় থাকা মেহেদি মারুফ এবার কি পারবেন খেলাটা উপভোগ করতে? পারলে কিন্তু প্রতিপক্ষ বোলারদের কপালে বড়সড় দুঃখ আছে!
সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটা দল, শিরোপা কি জিতবে? হ্যাঁ বস, নামের ভার মাঠে দেখাতে পারলে এবারো সাকিবের মাথায় রাজ মুকুট দেখতে পারেন।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াড
দেশী খেলোয়াড়
- সাকিব আল হাসান
- মোসাদ্দেক হোসেন সৈকত
- মেহেদি মারুফ
- আবু হায়দার রনি
- মোহাম্মদ শহীদ
- জহুরুল ইসলাম
- নাদিফ চৌধুরী
- সাকলাইন সজীব
- সাদমান ইসলাম
- সাদ্দাম হোসেন
- খালেদ আহমেদ
বিদেশী খেলোয়াড়
- কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
- শ্যেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
- শহীদ আফ্রিদি (পাকিস্তান)
- মোহাম্মদ আমির (পাকিস্তান)
- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
- কিয়েরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
- কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ)
- আদিল রশীদ (ইংল্যান্ড)
- সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)
- জ্যো ডেনলি (ইংল্যান্ড)
- রনসফোর্ড বিটন (ওয়েস্ট ইন্ডিজ)
- ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)
- আকিল হোসেইন (ওয়েস্ট ইন্ডিজ)
- রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)
- শাহীন আফ্রিদি (পাকিস্তান)
আরো বিস্তারিত জানতে ফেইসবুকে দেখুন – https://www.facebook.com/gollachhutsportsblog/videos/1620938744610579/
ইউটিউবে চোখ রাখুন – https://www.youtube.com/watch?v=GuFtKx_tOLM