
বিপিএলের প্রথম আসরগুলোতে মোটামুটি একটা জিনিস নিশ্চিত ছিল ; সেটা হল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিতে ঘরের ছেলে তামিম ইকবালের উপস্থিতি। কিন্তু এ বছরের বিপিএলে এই জিনিসটা আর থাকছেনা। চিটাগং ভাইকিংস থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসে পাড়ি জমিয়েছেন তামিম ইকবাল, আর তাঁর জায়গায় দলের আইকন প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে চিটাগাংয়ে আরো দেখা যাবে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও শুভাশিস রায়দের। বিদেশী বেশকিছু কার্যকরী অলরাউন্ডারদের নিয়ে এবার দল গুছিয়েছে চট্টগ্রাম। যেমন পাকিস্তানের ইয়াসির আরাফাত, দক্ষিণ আফ্রিকার স্টিয়ান ভ্যান জিল, ইংল্যান্ডের লিয়াম ডসন উল্লেখযোগ্য। দেশীয় অলরাউন্ডারদের মধ্যে দলে আছেন আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ প্রমুখ। দলে বোলিংয়ের মূল দায়িত্ব থাকবে অবশ্যই তাসকিনের উপরে, তাঁর সাথে পেসার হিসাবে থাকবেন শুভাশিস রায়, লিয়াম ডসন, নজীবুল্লাহ জাদরান, ইয়াসির আরাফাত। দলের স্পিনারদের অভাব পূরন করবেন সোহরাওয়ার্দী শুভ, তানবির হায়দার। পাকিস্তানের অভিজ্ঞ অধিনায়ক মিসবাহ-উল-হক আছেন ব্যাটিংয়ের শক্তি বাড়াতে।
কাগজে-কলমে চট্টগ্রামের দলটা এবার বেশ দুর্বল, তাঁর উপরে সৌম্যর অধিনায়কত্ব-গুণও সর্বজনবিদিত নয়। তাই এবার চট্টগ্রাম যদি এবার ভালো কিছু করেও ফেলে, সেটা চমক হিসেবেই বিবেচিত হবে।
চিটাগং ভাইকিংস স্কোয়াড
দেশী খেলোয়াড়
- সৌম্য সরকার
- তাসকিন আহমেদ
- এনামুল হক বিজয়
- সোহরাওয়ার্দী শুভ
- শুভাশিস রায়
- তানবির হায়দার
- সানজামুল ইসলাম
- আলাউদ্দিন বাবু
- আল-আমিন
- ইরফান শুক্কুর
- নাঈম হাসান
- সাজ্জাদুল হক
বিদেশী খেলোয়াড়
- মিসবাহ উল হক (পাকিস্তান)
- ইয়াসির আরাফাত (পাকিস্তান)
- লুক রনকি (নিউজিল্যান্ড)
- লিয়াম ডসন (ইংল্যান্ড)
- দিলশান মুনাবীরা (শ্রীলঙ্কা)
- নজীবুল্লাহ জাদরান (আফগানিস্তান)
- সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
- স্টিয়ান ভ্যান জিল (দক্ষিণ আফ্রিকা)