
হযরত ম্যানুয়েল নয়ার খেলার আগে বহুত হম্বিতম্বি করেছিলেন। তিনি বলেছিলেন তিনি মাঠে মেসিকে বুঝিয়ে দিবেন আসলে কে বস!
নয়ারের সাহসের তারিফ করতে হয়। একমাত্র বালোতেল্লি বলেছিল, মেসি আমার চাইতে কিছুটা এগিয়ে আর বাকি সবাই আমার চাইতে পিছিয়ে। আর আপনি মেসিকে ডিরেক্ট চ্যালেঞ্জ দিয়ে দিলেন! মেসিকে চ্যালেঞ্জ দেয়ার সাহস কেউ দেখায় না নয়ার সাহেব। মেসির ইনস্টাগ্রামের একটা লাইক হয় টক অভ দ্য ওয়ার্ল্ড। মেসির একটা ভার্চুয়াল এক্টিভিটির জন্য চাকরি চলে বোর্ড অফিসিয়ালদের, দাবী উঠে কোচের অপসারণের। মেসি বলে কয়ে বড় বড় দলগুলা কোডে দেয়। তাও গুরা গুরা কোডে দেয়। আর সেই মেসিকে আপনি চ্যালেঞ্জ জানাইয়া দিলেন?
আপনার সাহসের মূল কোথায় আমরা জানি। সেই বিশ্বকাপের কথা বলবেন তো? সেদিনের জন্য হিগুয়েইন-প্যালাসিওদের পা ধরে সালাম করে আসুন। ওরা না থাকলে সেদিনও আপনারে গতকালের মত গুরে গুরে কোডে দিত। হিগুয়েইন-প্যালাসিও আপনার পুটুর ফুটো রক্ষা করছিল। সাত জনমের ভাগ্য আপনার। তার প্রমাণ তো পাইছেন গত ম্যাচে। ৩ টা গোলের মাঝে ৩ টাতেই মেসির টাচ আছে। দুটা গোল আপনারে বলে কয়ে ভরে দিছে। আরেকটা গোলের এসিস্ট। আশা করি আপনি এখন বুঝতে পারছেন হু ইজ দ্য বস এন্ড হু উজ দ্য ভচ।
যাক মিস্টার নুয়ার, আমরা যারা বার্সেলোনা সাপোর্ট করি, মনে বার্সেলোনা ধারণ করি তারা কিছু নীতি মেনে চলি। প্রতিপক্ষকে সম্মান জ্বানানো তার মাঝে অন্যতম একটা। বায়ার্ন অনেক শক্তিশালী দল। আর দলটার কোচ হল আমাদের ক্লাবের ইতিহাসের সব চাইতে সফল কোচটা। তাই সম্মানের ব্যাপারে নতুন করে কথা বলাটা বাহুল্যতা। কিন্তু আপনি সেই সম্মান হারিয়েছেন লিও মেসিকে বিশ্বকাপ নিয়ে খোঁচা দিয়ে। এটা নিয়ে কোন সন্দেহ নাই যে আপনি বর্তমান বিশ্বের সেরা গোলকিপার। কিন্তু তাও রেস্পেক্টের জায়গাটা আর নাই। আপনার সাথে আবার দেখা হবে অল্প কিছুদিনের মাঝেই। আশা করি আপনার পুটুতে আরো গন্ডা খানেক গোল হান্দাইয়া দেয়া হইবে।