
দুনিয়াতে সব চাইতে অভাগা মানুষ হইল লর্ড Nicklas Bendtner! এই লোক বেঁচে আছে তাই ট্রলড হয়। সকালে বিকালে ট্রলড হয়। মরে গেলেও ট্রলড হবে।
সে গোল করলে মানুষ তারে ট্রল করে। গোল মিস করলে তারে ট্রল করে। এসিস্ট করলে ট্রল করে। তার দল হারলে মানুষ তারে ট্রল করে। জিতলেও মানুষ তারে ট্রল করে। বুন্দেসলীগায় তার দল সেকেন্ড হইছে তাতেও তারে তারে ট্রল করতেছে। তার দল চ্যাম্পিয়ন্স লীগে কোয়ালিফাই করছে তাতেও তার রেহাই নাই, ট্রল হচ্ছেই।
এতো গেল তার আর তার দলের কথা। যেখানে তার কোন সম্পৃক্ততা নাই সেখানেওমানুষ তারে ট্রল করে। মেসি গোল করলে তারে ট্রল করে। মেসি হ্যাট্রিক করলে মানুষ তারে ট্রল করে। রোনাল্ডো ডাইভ দিয়া পেনাল্টি নিলেও মানুষ তারে ট্রল করে।
তবে এখন পর্যন্ত কারো সকাল বেলা পেট কিলিয়ার না হওয়া, টয়লেটের বদনায় পানি না থাকায়, কিংবা প্রেমিকার মুখের গন্ধের জন্য কিস করতে না পারার জন্য ওরে কেউ ট্রল করে নাই।