
বিখ্যাত আমেরিকান জার্নাল ফোর্বস,যারা কিনা বিশ্বের ব্যবসায় ও আর্থিক বিষয়ে সমীক্ষা চালায়।সম্প্রতি আর্থিক অবস্থা বিবেচনা করে বিশ্বের ধনী ক্লাবের তালিকা প্রকাশ করে। যেখানে প্রভুতফুল্ল আর্থিক অবস্থায় ৩,১৬৩ মিলিয়ন ডলার মুল্য নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা।আর ১০০ মিলিয়ন বেশী মুল্য নিয়ে বিশ্বের ধনী ক্লাবের তকমাটা নিজেদের কাছেই রাখলো স্প্যানিশ আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।গত ৫ বছরে ক্লাব মুল্য ৩ গুন বাড়িয়ে বার্সেলোনা বিশ্বের ধনী ক্লাবের তালিকায় ৫ নাম্বর থেকে ২ নাম্বরে চলে এসেছে! পাশাপাশি জরিপ থেকে আরও জানা যায়,এই আর্থিক অবস্থা ধারাবাহিকতায় ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের খেতাব পাবার উজ্জল সম্বাবনা আছে কাতালান এ ক্লাবটির।গত ৩ বছরের বার্সেলোনার ক্লাব মুল্য বেরেছে ২১.৫ শতাংশ অন্যদিকে ধনী ক্লাবের তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের মুল্য কমেছে ১.৫ শতাংশ।ফোর্বস রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে,সামনে জার্সি তৈরির চুক্তি নবায়ন,স্পন্সরশীপ, নিউ ইসপাই বার্সা, এবং ক্লাবের সুযোগ-সুবিধা বৃদ্ধি তাদের আয়ে ইতিবাচক বিবেচিত হতে পারে।বিশ্বের ধনী ক্লাবের তালিকায় অন্যান্য ক্লাবের অবস্থানঃ
অবস্থান ক্লাব ক্লাবমূল্য
৩য় ম্যানচেষ্টার ইউনাইটেড ৩,১০৪ মিলিয়ন
৪র্থ বায়ার্ন মিউনিখ ২,৩৪৭ মিলিয়ন
৫ম ম্যানচেষ্টার সিটি ১,৩৭৫ মুলিয়ন
৬ষ্ঠ চেলসি ১,৩৭০ মিলিয়ন
৭ম আর্সেনাল ১,৩০৭ মিলিয়ন
৮ম লিভারপুল ৯,৮২ মিলিয়ন
৯ম জুভেন্টাস ৮,৩৭ মিলিয়ন
১০ম এসি মিলান ৭,৭৫ মিলিয়ন