
চলমান দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। দলে নতুন হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, অর্থাৎ এই সিরিজে অভিষেক হয়েও যেতে পারে এই তরুণ তুর্কির। দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ও লিটন দাস, ফলে দল থেকে জায়গা হারাতে হয়েছে পেসার শফিউল ইসলাম, স্পিনার সানজামুল ইসলাম ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। টেস্টে না খেলা সাকিব আল হাসানও ফিরছেন এই ওয়ানডে সিরিজে। দেখে নেওয়া যাক দলটা কেমন হল –
- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
- সাকিব আল হাসান
- তামিম ইকবাল
- মুশফিকুর রহিম
- মাহমুদুল্লাহ রিয়াদ
- মুস্তাফিজুর রহমান
- তাসকিন আহমেদ
- সৌম্য সরকার
- ইমরুল কায়েস
- লিটন কুমার দাস
- সাব্বির রহমান
- মেহিদি হাসান মিরাজ
- রুবেল হোসেন
- মোহাম্মদ সাইফউদ্দিন
দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার মরনে মরকেল, তার জায়গায় নেওয়া হয়েছে নতুন পেসার ডেইন প্যাটারসনকে। দলে এসেছেন ব্যাটসম্যান টেম্বা বাভুমাও। দলে নেই পেসার ক্রিস মরিস ও স্পিনার কেশব মহারাজও। ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বে দলটা কিরকম হল দেখে নেওয়া যাক –
- ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক)
- হাশিম আমলা
- এবি ডি ভিলিয়ার্স
- জ্যাঁ পল ডুমিনি
- কাগিসো রাবাদা
- ইমরান তাহির
- ফারহান বেহারদিয়েন
- অ্যান্দিল ফেহলুকওয়াও
- কুইন্টন ডি কক
- টেম্বা বাভুমা
- ডেইন প্যাটারসন
- ডেভিড মিলার
- ওয়েইন পারনেল
- ডোয়াইন প্রিটোরিয়াস