
চ্যাম্পিয়নস ট্রফির পাঁচ নাম্বার ম্যাচে আজ ওভালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারা ও নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচ পরিত্যক্ত হবার কারণে দুই দলই মুখিয়ে আছে জয়ের জন্য, আর যে হারবে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে তাঁর বাদ পড়াটা একরকম নিশ্চিতই হয়ে যাবে। তাই বাঁচা-মরার এই লড়াইয়ে জয়ের জন্য মুখিয়ে আছে দুই দলই।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দেখে নেওয়া যাক কে কে খেলছেন আজকের এই ম্যাচে –
বাংলাদেশ
- তামিম ইকবাল
- সৌম্য সরকার
- ইমরুল কায়েস
- সাব্বির রহমান
- মুশফিকুর রহিম
- সাকিব আল হাসান
- মাহমুদুল্লাহ রিয়াদ
- মেহেদি হাসান মিরাজ
- মাশরাফি বিন মর্তুজা
- মুস্তাফিজুর রহমান
- রুবেল হোসেন
অস্ট্রেলিয়া
- অ্যারন ফিঞ্চ
- ডেভিড ওয়ার্নার
- স্টিভেন স্মিথ
- মোইসেস হেনরিকেস
- গ্লেন ম্যাক্সওয়েল
- ট্র্যাভিস হিড
- ম্যাথিউ ওয়েড
- অ্যাডাম জাম্পা
- মিচেল স্টার্ক
- প্যাট কামিন্স
- জশ হ্যাজলউড