
দেখা যাক এই একদিনে কে কোথায় গেলেন –
১. বেঞ্জামিন স্ট্যাম্বুলি – ফরাসী মিডফিল্ডার – টটেনহ্যাম হটস্পার থেকে পিএসজি – ৬ মিলিয়ন পাউন্ড – ৫ বছরের চুক্তি
২. অ্যালেক্সান্দার মিত্রোভিচ – সার্বিয়ান স্ট্রাইকার – আন্ডারলেখট থেকে নিউক্যাসল ইউনাইটেড – ১২.৫ মিলিয়ন পাউন্ড – পাঁচ বছরের চুক্তি
৩. প্যাট্রিক ব্যামফোর্ড – ইংলিশ স্ট্রাইকার – চেলসি থেকে ক্রিস্টাল প্যালেস – এক বছরের ধার
৪. ইদ্রিসা গেয়ে – সেনেগালিজ মিডফিল্ডার – লিল থেকে অ্যাস্টন ভিলা – ৯ মিলিয়ন পাউন্ড
৫. জর্ডান আমাভি – ফরাসী লেফটব্যাক – নিস থেকে অ্যাস্টন ভিলা – ১০ মিলিয়ন পাউন্ড
৬. ম্যাথিউ রায়ান – অস্ট্রেলিয়ান গোলরক্ষক – ক্লাব ব্রুজেস থেকে ভ্যালেন্সিয়া – ছয় বছরের চুক্তি
৭. স্টেফান সাভিচ – সার্বিয়ান ডিফেন্ডার – ফিওরেন্টিনা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ – ৮ মিলিয়ন ইউরো + স্প্যানিশ মিডফিল্ডার মারিও সুয়ারেজ
৮. অ্যালান – ব্রাজিলিয়ান মিডফিল্ডার – উদিনেস থেকে নাপোলি
আন্দ্রেয়া পিরলো, স্টিভেন জেরার্ড, ডেভিড বেকহ্যাম, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ডেভিড ভিয়া, কাকা, জিওভানি ডস স্যান্টোস, রবি কিন, থিয়েরি অঁরি’র পর এবার এমএলএসে নাম লেখাতে পারেন দিদিয়ের দ্রগবা। শিকাগো ফায়ার তাঁকে পাওয়ার জন্য অফার করেছে।
ফরাসী ক্লাব অলিম্পিক লিঁওর উইঙ্গার ক্লিন্টন এনজিয়ের জন্য ৭ মিলিয়ন পাউন্ড অফার করেছে টটেনহ্যাম।
এদিকে লিভারপুলের ইংলিশ স্ট্রাইকার রিকি ল্যামবার্ট ৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চলে যাচ্ছেন ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে। এদিকে মাত্র এক মৌসুম থেকেই ব্রাজিলিয়ান লেফটব্যাক ফিলিপে লুইসের শেষ হচ্ছে চেলসি অভিযান, ফিরে যাচ্ছেন তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে, ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। ফলে ব্যাকআপ লেফটব্যাকের জন্য চেলসি এবার হাত বাড়িয়েছে অগসবুর্গের লেফটব্যাক আব্দুর রহমান বাবার দিকে, ১৪ মিলিয়ন পর্যন্ত দিতে রাজী চেলসি বাবার জন্য। এদিকে এভারটনের ইংলিশ সেন্টারব্যাক জন স্টোনসের জন্য ৩৪ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজী চেলসি।
এদিকে পিটার চেক আসার পর আর্সেনালের গোলরক্ষক দাঁড়িয়েছে তিনজনে – যারা কিনা প্রত্যেকে মূল একাদশে খেলার যোগ্যতা রাখেন – পিটার চেক, ডেভিড ওস্পিনিয়া ও ওজিয়েইক শোয়েসনি। এই সুযোগটা নিতে চাচ্ছে এএস রোমা। শোয়েসনিকে দলে চাইছে তারা, এদিকে ইন্সটাগ্রামেও এএস রোমার অফিসিয়াল অ্যাকাউন্ট, ক্লাব কিংবদন্তী ফ্র্যানসেস্কো টট্টি, ক্লাবের মিডফিল্ডার অ্যালেসসান্দ্রো ফ্লোরেঞ্জি ইত্যাদি খেলোয়াড়কে ‘ফলো’ করেছেন শোয়েসনি, দেখা যাক তিনি রোমায় যেতে পারেন কি না! সাথে বার্সেলোনার লেফটব্যাক আদ্রিয়ানোকেও চাচ্ছে রোমা।
এদিকে অ্যাটাকিং মিডের খোঁজ এখনো চালাচ্ছে জুভেন্টাস। মূল লক্ষ্য তিনজন – বায়ার্নের মারিও গতসা, শালকের জুলিয়ান ড্র্যাক্সলার ও ভলফসবুর্গের কেভিন ডে ব্রুইনিয়া। এর মধ্যে ভলফসবুর্গ জানিয়ে দিয়েছে ৬০ মিলিয়ন ইউরো না পেলে ডে ব্রুইনিয়াকে ছাড়ছে না তারা।
১৮ মিলিয়ন ইউরোতে ইন্টারে যাচ্ছেন ভলফসবুর্গের ক্রোট উইঙ্গার ইভান পেরিসিচ। আর ইন্টার থেকে শালকেতে যাচ্ছেন জের্দান শাকিরি।