লেখা : ইকরাম খালেদ নেদারল্যান্ডস জাতীয় দলের বর্তমান সময়ের কোচ রোনাল্ড কোম্যানের হাতেই পড়েছে ফুটবল ক্লাব বার্সেলোনায় দায়িত্ব! সত্যি বলতে আমি চেয়েছিলাম উনি নেদারল্যান্ডস'কে নিয়ে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাক।এর কারণ একজন নেদারল্যান্ডস ফ্যান হিসাবে নেদারল্যান্ডস দলের চলমান পারফরম্যান্সে যেনো ভাটা না পড়ে সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। এবার আসা যাক কোম্যান
Month: আগস্ট 2020
কোম্যানে আস্থা বার্সেলোনার
রোনাল্ড কোম্যান। ছিলেন জোহান ক্রুইফের প্রিয় শিষ্য। নেদারল্যান্ড থেকে বার্সেলোনা, জোহান ক্রুইফ ভরসা করেছেন তার উপর। ক্রুইফের বার্সেলোনা 'ড্রিম টিম' এর সদস্য ছিলেন। নিজে ডিফেন্ডার হলেও বার্সার জার্সি গায়ে ১৯২ ম্যাচে করেছেন ৯০ গোল। এমনকি কোম্যানের গোলেই প্রথম বারের মতন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জেতে বার্সেলোনা। সেই কোম্যানের উপরই এবার আস্থা