
ভাল দল খারাপ ম্যাচ থেকে শিক্ষা নেয় এবং
ভাল দলের ভক্তকূল জিতা ম্যাচ থেকে খারাপ ম্যাচ নিয়ে কথা বলে বেশি । জিতা ম্যাচের কথা তাদের মনেই থাকে না ।
উন্নতির জায়গার শেষ নাই ।
# রুবেল সারা সিরিজে একবারও আপ টু দ্যা এক্সপেকটেশন ছিলো না । তার মধ্যে আজকে আবার সে তার সেই বিখ্যাত শর্টপিচ লোপ্পা দেওয়া শুরু করলো । দৃষ্টিকটু ! দারুন দৃষ্টিকটু !
# আরো ফুলার ! আরো একিউরেট । স্লগের বোলিং এমনই হয় । মাশরাফিও করতে পারে নাই । রুবেলও না । বিলো ৩০০ একদম দৃষ্টিসীমায় ছিলো ।
বিশাল সাইকোলোজিকাল এডভান্টেজ ছিলো ২৮০-২৮৫ থাকলে । সাউথ আফ্রিকাকে স্লো উইকেট দাও । লো উইকেট দাও …