
মিরপুরে ৪০০তম উইকেট পেয়েছে ডেল স্টেইন, একই দিনে এজবাস্টনে ৩০০তম উইকেট পেয়েছে মিচেল জনসন। একজন সময়ের সবচেয়ে সফল ও কার্যকরি বোলার, আরেকজন সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলার। তো এ্ই দুইজনের মধ্যে সেরা কে?
উত্তর: ভারনন ফিল্যান্ডার!
আমার দোষ নাই, প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করলাম। স্বয়ং ডেল স্টেইন এই উত্তর দিছে!
লেখকের ফেইসবুক স্ট্যাটাস অবলম্বনে…