
খেলোয়াড় নিলামের মাধ্যমে আইপিএল ২০১৯ আসরের ফ্র্যাঞ্চাইজিগুলো পরিপূর্ণ হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল আসন্ন আসরে কে কে কোন দলের হয়ে খেলবেন। আসুন জেনে নেওয়া যাক সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে –
ব্যাটসম্যান
- কেইন উইলিয়ামসন – নিউজিল্যান্ড
- মার্টিন গাপটিল – নিউজিল্যান্ড
- ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়া
- জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক) – ইংল্যান্ড
- মনীষ পাণ্ডে – ভারত
- ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক) – ভারত
- শ্রীবৎস গোস্বামী (উইকেটরক্ষক) – ভারত
- রিকি ভুই – ভারত
- দীপক হুদা – ভারত
অলরাউন্ডার
- সাকিব আল হাসান – বাংলাদেশ
- ইউসুফ পাঠান – ভারত
- মোহাম্মদ নবী – আফগানিস্তান
- অভিষেক শর্মা – ভারত
- বিজয় শঙ্কর – ভারত
স্পিনার
- রশীদ খান – আফগানিস্তান
- শাহবাজ নাদিম – ভারত
পেসার
- ভুবনেশ্বর কুমার – ভারত
- বিলি স্ট্যানলেক – অস্ট্রেলিয়া
- বাসিল থাম্পি – ভারত
- সিদ্ধার্থ কল – ভারত
- খলিল আহমেদ – ভারত
- থাঙ্গারাসু নটরঞ্জন – ভারত
- সন্দ্বীপ শর্মা – ভারত
নিলাম সম্পর্কে জানার জন্য ক্লিক করুন এখানে।