
কুইন্স পার্ক রেইঞ্জার্সের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ালেন প্রিমিয়ার লীগের অন্যতম কিংবদন্তী ম্যানেজার হ্যারি রেডন্যাপ। হাঁটুর ব্যথা বেশ কয়েকদিন ধরেই ভোগাচ্ছিল তাঁকে, এবার অস্ত্রোপচারের টেবিলে না বসলেই নয়। তাই দায়িত্ব থেকে তাঁর এই সরে আসা।
তাঁর যাওয়ার ফলে মৌসুমের শেষ পর্যন্ত লেস ফার্ডিনান্ড ও ক্রিস র্যামসে কে কিউপিআরের দায়িত্ব দেওয়া হয়েছে। কিউপিআরের ম্যানেজার হিসেবে ২০১২ সালে যোগ দেন রেডন্যাপ।