
ফ্যান হিসেবে আমাদের আরো ম্যাচুরিটি দেখানো দরকার। ফুটবল নিয়ে খোজ খবর রাখি বলে বিদেশি ফুটবল ক্লাবগুলার ফ্যানদের প্রায় দেখি খেলার ফলাফল যাই হোক না কেন লাস্ট মোমেন্ট পর্যন্ত নিজেরা মাঠে থেকে সাপোর্ট দিয়ে যায়। আর মাঠে কেউ খারাপ খেলতে থাকলে কখনো মাঠের মধ্যে অন্তত নিজেদের প্লেয়ারদের গালাগালি করে না। আমরা অতটুকু ম্যাচিউরড হতে না পারলেও অন্তত নিজেদের প্লেয়ারদের গালি দেওয়া ও বাউন্ডারি লাইনে প্লেয়ারদের হ্যারাস করার সংস্কৃতি থেকে বের হওয়া উচিত।
আর সবচেয়ে বড় ম্যাচুরিটি যেখানে দেখাতে হবে সেটা হল পরাজয় মেনে নেওয়ার মানসিকতা। এই টিম এখন যথেষ্ট ভাল খেলছে, তারা সবসময় জিততে পারবে না। এটা মেনে খেলা দেখতে বসা উচিত ও অযথা তাদের গালাগালি করা থেকে বিরত থাকা উচিত। আমাদের যথাযথ সমর্থন পেলে এরা যতটা ভাল করবে গালাগালি করলে তারচেয়ে বেশি খারাপ করতে পারে। সো প্লিজ বি ম্যাচিউরড এন্ড অলওয়েজ সাপোর্ট আওয়ার টিম হোয়াটেভার দ্য রেজাল্ট