
সিজনের শুরুতে লেস্টার লিগ জিতবে এর পক্ষে বাজির দর ছিল ৫০০০/১ । মানে আপনি লেশ্স্টারের পক্ষে ১ টাকা বাজি ধরলে আজকে পাইতেন ৫০০০ টাকা। কেউ ১ লাখ টাকা ধরলে সে আজকে পাইতো ৫০ কোটি টাকা। খালি বাজির দর বোঝাইতে পারতেসে না জিনিসটা কতটা অসম্ভব ছিল।
লিগের সেরা প্লেয়ার মাহরেজকে কেনা হইসিলো মাত্র ৪ লাখ পাউন্ডে, যেখানে রুনির সাপ্তাহিক বেতন আড়াই লাখ পাউন্ড। টপ স্কোরার ভারডি কয়েকবছর আগে খেলতো নন-লিগ ফুটবল , মিডফিল্ড কাঁপানো কান্তে খেলতো ফ্রান্সের থার্ড ডিভিশনে। ভয়ানক সব ব্যাপারস্যাপার।
চেলসি-পিএসজি-সিটির তেল গ্যাসওয়ালা টাকা পয়সার যুগে এই দলটা দেখায়া গেলো টাকা ছাড়া খালি টিম-স্পিরিট আর ম্যানেজারের ট্যাকটিকস দিয়ে কতদূর যাওয়া যায়। ম্যাচের পর ম্যাচ হুথ আর মরগান দাঁতে দাঁত চেপে যেই ডিফেন্ডিং করলো ৫০ মিলিয়নের এক ডিফেন্ডার কিনে পিএসজি তার ছিটেফোঁটাও পায় নাই।
অভিনন্দন রানিয়েরি , অভিনন্দন লেস্টার সিটি !!!
রূপকথাও তাহলে সত্যি হয়।