
এসেছে নতুন বছর। নতুন বছরে জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসর। এর মধ্যেই বিপিএল এর দলগুলো নিজেদের বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে। দেশী-বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই নিজেদের সাধ্যমত চেষ্টা করেছে শক্তিশালী দল গড়ে তোলার। গোল্লাছুট ডটকমে বিপিএল এর সাতটি ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে পর্যায়ক্রমে আলোকপাত করা হবে। আজকে দেখে নিন রাজশাহী কিংস সম্পর্কে।
চট্টগ্রামের পাশাপাশি বিপিএলের সবচেয়ে দুর্বলতম দল যদি কোনটা থেকে থাকে, সেটা নিশ্চিতভাবেই রাজশাহী কিংস। তেমন কোন কার্যকরী বিদেশীকে দলে টানতে পারেনি তারা, আস্থা রাখছে দেশী মুখগুলোর ওপরেই। বিপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এবারই মেহেদি হাসান মিরাজকে অভিষিক্ত করছে রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে মিরাজের ডেপুটি হিসেবে থাকবেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। জাতীয় দলের হয়ে গত বছরটা ব্যাট আর বলে দারুণ গেছে রাজশাহী কিংস অধিনায়কের। ১৪ টেস্টে বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। ১৫ ওয়ানডেতে নেন ১৮টি, সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি। ১০ টি-টোয়েন্টিতে নিয়েছেন মাত্র ২টি উইকেট। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এই আসরটা টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে মিরাজের নিজেকে প্রমাণ করার মঞ্চও বটে।
মিরাজ আর সৌম্য ছাড়াও দলের দেশীও তারকাদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, শাহরিয়ার নাফীস প্রমুখ। বিদেশীদের মধ্যে বিধ্বংসী ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটকে দলে টেনেছে রাজশাহী কিংস। ডেসকাট ছাড়াও বিদেশী অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, যদিও হাফিজকে পুরো মৌসুমের জন্য পাবেনা তারা। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আলাউদ্দিন বাবু, জাকির হাসানরাও নিজেদের দিনে আলো ছড়াতে পারেন। বিদেশী ব্যাটসম্যানদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার আর ইংল্যান্ডের লরি এভান্সের ওপরেই আস্থা রাখছে তারা। দলের মেন্টর হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। আসুন দেখে নেওয়া যাক কে কে রয়েছেন এই স্কোয়াডে!
- মেহেদী হাসান মিরাজ
- সৌম্য সরকার
- শাহরিয়ার নাফীস
- মুমিনুল হক
- মুস্তাফিজুর রহমান
- জাকির হাসান
- কায়েস আহমেদ
- ক্রিস্টিয়ান জঙ্কার – দক্ষিণ আফ্রিকা
- আলাউদ্দিন বাবু
- আরাফাত সানি
- ফজলে রাব্বি
- ইসুরু উদানা – শ্রীলঙ্কা
- লরি এভান্স – ইংল্যান্ড
- মোহাম্মদ হাফিজ – পাকিস্তান
- মার্শাল আইয়ুব
- কামরুল ইসলাম রাব্বি
- রায়ান টেন ডেসকাট – নেদারল্যান্ডস
- সেকুগে প্রসন্ন – শ্রীলঙ্কা
- মোহাম্মদ সামি – পাকিস্তান