
প্রথমেই বলে নেই আগে এটা হইলেই খুশী থাকতাম। এখন বেশি চাই তো, তাই মনে হচ্ছে ২৫ টা রান কম হইছে, অল আউট কেন হইলাম অথবা ২ টা বল থেকে গেলো…
বৃষ্টিটা খুব ক্ষতি করে গেলো।
অনেক দিন ধরেই আফসোস একজন পেস বোলিং অলরাউন্ডার। টেলটা অনেক বড় হয়ে যাচ্ছে।
যাই হোক ফাইটিং রান হইছে।ভারতকে জিতলে রেকর্ড করেই জিততে হবে। এখন চ্যালেঞ্জ পেস বোলারদের। মাশরাফী/ হাতুরা যে চ্যালেঞ্জ দিছে সেটা ঠিক দেখানো। ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান আগে মরা পীচে ও ঝড় তুলছে। এই তো সেই দিন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মরা পীচে ও চার পেসার খেলাইছে। ভয়ের কি আছে।
পরিশেষে, মাসরাফীর আগের ব্যাটিংকে খুব মিস করছি। মনে হচ্ছিলো ২০০১ এর এশিয়া অ-১৭ কাপে ১৭ বলে ৬০ রান।
ইনশাআল্লাহ ধরে দিবানী। রমজানের প্রথম চাওয়া বাংলাদেশের জয়। আল্লাহ কবুল কর। আমীন।
সবাইকে রমজানের শুভেচ্ছা।