
আজকের মোরাল অফ দ্য স্টোরিঃ
১) সাকিব আজকেও রান পায় নাই। নেক্সট ম্যাচে ওকে বাদ দিতে হবে।
২) মাহমুদউল্লাহ কীভাবে দলে থাকে, বুঝি না। ভায়রা ভাই কোটায় থাকে মেবি।
৩) সৌম্য দুইটা ক্যাচ মিস করসে, হান্ড্রেড করতে পারে না, ও দলে ক্যামনে থাকে?
৪) মিথুন ‘লিটন টাইপ’ ব্যাটসম্যান, ফরহাদ রেজারে মনে করায় দেয়। এনামুল, ইমরুল, তুষার ইমরান, জাভেদ ওমর বেলিম সবাইরে একসাথে দলে চাই।
৫) বাংলাদেশের কেউই দলের জন্য খেলে না, সবার খালি টাকা কামানোর ধান্দা।
৬) আগেরদিন সাকিব ফিক্সিং করসে, আজকে সৌম্য করসে।