
জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে ২০১৫ কনক্যাকাফ গোল্ডকাপ জিতে নিলো মেক্সিকো। এটা তাদের সপ্তমবারের মত কনক্যাকাফ গোল্ডকাপ জয়।
প্রথমার্ধে পিএসভি আইন্দহোভেনের উইঙ্গার আন্দ্রেয়া গুয়ার্দাদোর ৩১ মিনিটের গোলে এগিয়ে যায় মেক্সিকো, দ্বিতীয়ার্ধে আরেক ডাচ ক্লাব এফসি টোয়েন্টের উইঙ্গার হেসাস কোরোনার ৪৭ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা, ৬১ মিনিটে ক্লাব আমেরিকার স্ট্রাইকার ওরিবে পেরালতার গোলে ম্যাচ জ্যামাইকার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় মেক্সিকো। ৮০ মিনিটে এমএলএসের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের উইঙ্গার ড্যারেন ম্যাটকস জ্যামাইকার হয়ে গোল করে শুধুমাত্র ব্যবধানটাই কমাতে পেরেছেন।
টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন উইঙ্গার আন্দ্রেয়া গুয়ার্দাদো।