
আজ বাংলাদেশ পাকিস্তান। স্বপ্নের ফাইনাল হতে মাত্র ১ জয় দূরে এবং এর মধ্যে নাই আমাদের মুস্তাফিজ।
মুস্তাফিজের ডেব্যুর পর ও যে যে ম্যাচ খেলে নাই- আমরা জিতি নাই। আর পাকিস্তানের আছে টুর্নামেন্ট সেরা চার পেস দানব।
আমাদের ব্যাটসম্যানদের পরীক্ষা এদের সামলে রান করা। আর বোলারদের ওদের পাগলা ব্যাটসম্যানদের সামলানো।
ক্যাচ মিস করা যাবে না আর ডট দেয়া যাবে না।
আমার টিম: তামিম, সৌম্য,সাব্বির, মুশফিক, সাকিব, রিয়াদ, নাসির, সোহান/মিথুন, মাশরাফি, তাসকিন, আল আমিন।
৮ এ মিথুনকে দেখে ভাবছেন?? ও বল না দেখলেও হাতের জোরে বল বাইরে পাঠাতে পারে। আর সোহান খেললে বোলাররা বেশি এটাকিং হতে পারে। রনিকে আমার সেই লেভেলের এখন ও লাগে নাই। তাই সেরা বোলারের বিপক্ষে ব্যাটিং শক্ত করে নামাই ভালো।
পাকিস্তানের সাথে শেষ টি-২০ তে জিতছি। ইনশাআল্লাহ মুস্তাফিজ ছাড়া ও প্রথম কোন ম্যাচ জিতবো। হারানোর থেকে পাওয়ার আছে অনেক কিছু।