
“মজিদ ! তুই না ভালো ঘরের ছেলে? যা বাবা, ক্রিকেট ভালো মানুষের খেলা না! ভদ্রলোক এগুলো খেলে না! আউট হয়ে ঘরে ফিরে যা বাবা তোর দোহাই! ”
যারা জানেন না,
এই মহতী বালক আজ ওপেন করতে নেমে পুরো পাওয়ারপ্লে খেলে এখনও নট আউট। বাবুটির সংগ্রহ ৩৪ বলে ১৭! কোন চার ছয় ছাড়া সম্পূর্ণ দৌঁড়ে। এমনকি একবারের জন্যে তাকে মারার চেষ্টাও করতে দেখা যায় নি।
অত:পর গুরু ৩৬ বলে ২১ রান করে আউট হয়েছেন। একটা চারও মেরে দিলেন। দলকে এবং দেশকে গৌরব এনে দিলেন।