
শুরুতে নাসিরের ক্যাচ মিসের পরেও ম্যাচ ফিরছে বাংলাদেশ। ৩০ ওভার শেষেও মনে মনে হইছে নিউজিল্যান্ড ৩০০ করবে কিন্তু শেষে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭০ এ থামে কিউইরা। ম্যাশ, সাকিব, নাসিরের দুই উইকেটের পাশাপাশি মুস্তা ও রুবেলের এক উইকেট। শুরুতে ক্যাচ মিস করলেও মাঝে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরায় অনেকদিন পর একাদশে সুযোগ পাওয়া নাসির।
আজ ফিল্ডারদের খারাপ দিন বলাই যায়! আমাদের প্রায় অন্যতম সেরা সব ফিল্ডার ক্যাচ ছেড়েছে। আমরা প্রায় অনেক ম্যাচে ২০/২৫ রান কম করি আজ কিউইরা করলো। তবে কী আজ জয় আমাদের?
আমাদের যে ব্যাটিং লাইনআপ ২৭০ রান তাড়া করে জেতা উচিত। তামিম সৌম্য শুরুতে ভালো সূচনা এনে দিলেই সাব্বির, মুশি, সাকিব আছে। এরপরে রিয়াদ, মোসাদ্দেক, নাসির, ম্যাশ। ভালো কিছুর অপেক্ষায়, জয়ের অপেক্ষায়, বাংলাদেশকে ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে দেখার অপেক্ষায়।
@রিফাত এমিল