
পরশু ম্যাচের পর দুইটা দৃশ্য চোখে লেগে থাকবে। একটা হলো মাশরাফি-তাস্কিনের কোমর দোলানো নাচ। আরেকটা মুস্তাফিজকে বুকে জড়িয়ে ধরে তার কপালে মাশরাফির চুমু খাওয়া!!
.
আর এখানেই এক বছর আগেও ওয়ানডেতে খাবি খেতে থাকা বাংলাদেশের বদলে যাওয়ার রহস্য- একটাই চাবি কাঠি, সেইটা হলো “ক্যাপ্টেন” মাশরাফি!!
.
একটা দলের ক্যাপ্টেন যখন শুধু ক্যাপ্টেন থাকে না, আপন বড় #ভাইয়ের চেয়ে বেশি আপন হয়ে যায়, নতুন একটা খেলোয়ারের উপর বিশ্বাস করে তার হাতে নতুন বলটা তুলে দেয় তখন নার্ভাসনেস-টার্ভাসনেস কই চলে যায়!! একজন অধিনায়ক যখন অর্ডার না দিয়ে খুব আপন মানুষের মতন বুকে জড়িয়ে কানে ফিসফিস করে বলে- “যা আস্তে করে খায়া দে” তখন একদম আনকোড়া নতুন খেলোয়ারটারো দুনিয়ার কাউরে কিছু মনে হয় না- বুকটা ভরে যায় আশ্চর্য সাহসে!! তার আর কিসের ভয়, মাশরাফি ভাই আছেন যখন তার পাশে!!
.
ক্রিকেট পৃথিবী বহু তারকা-সফল- বিশ্বজয়ী অধিনায়ক দেখসে কিন্তু আমাদের পাগলার মত একটা আপন বড় ভাইয়ের আন্ডারে নিজেকে উজার করে খেলার মত সৌভাগ্য প্রেজেন্ট বাংলাদেশ টিম ছাড়া কারো হয় নাই, হবেও না!!