
৩৫ ম্যাচে ৪০ গোল, ১৬ এসিস্ট। মেসি, রোনালদোরে টপকায়া পিচিচি, গোল্ডেন শু সবগুলা জিতলেও ব্যালন ডি অর জেতা তো দূরের কথা, সেরা তিনেও কিন্তু দাদার জায়গা হবে না।
মানে দাদা, মাঝেমাঝে রেগে গেলে কামড়ান তো !!! ব্যালন তো আর ভ্যাম্পায়ারদের জন্য না !!
কনগ্র্যাটস লুইস সুয়ারেজ !! যা জেতার সব তো জিতাই গেসোস, এবার ফেরত চইলা আয় না বাপ !