
নাপোলির ফরাসী ডিফেন্ডার কালিদু কোলিবালি থেকে তোরিনোর সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মাকসিমোভিচ। তারপর দৃশ্যপটে আগমন এসি মিলানের তরুণ ইতালিয়ান সেন্টারব্যাক অ্যালেসসিও রোমানিওলির। চেলসির একজন সেন্ট্রাল ডিফেন্ডারের খোঁজ বহুদিন ধরেই। শেষ পর্যন্ত কাউকে না পেয়ে সেই নিজেদের সাবেক একজনের কাছেই ফিরে গেল তাঁরা। দুই বছর আগে যেই ডেভিড লুইজকে রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে বিক্রি করেছিল, সেই লুইজকেই আজ আবার সেই পিএসজি থেকেই ফিরিয়ে আনছে তাঁরা, ৩২ মিলিয়ন পাউণ্ডের বিনিময়ে। সাবেক সতীর্থ টেরি, হ্যাজার্ড, ইভানোভিচ, ক্যাহিল, অ্যাজপিলিক্যুয়েটাদের সাথে আবার এক দলে খেলতে আসছেন এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাক। এর মধ্যে মেডিক্যাল পরীক্ষার জন্য লণ্ডনে চেলসির কোবহ্যাম ট্রেইনিং গ্রাউন্ডেও লুইজ এসে পড়েছেন বলে খবর।
২০১৪ থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে ৫৬ ম্যাচ খেলে ৩ গোল করেছেন তিনি। আগে চেলসির হয়ে খেলেছিলেন ৮১টি ম্যাচ, করেছিলেন ৬ গোল। বরাবরই খামখেয়ালী ও অধারাবাহিক ডিফেন্ডার হিসেবে পরিচিত লুইজ কি এবার পারবেন চেলসির ডিফেন্সের সময়া দূর করতে? দেখা যাক।
One thought on “ফিরছেন ডেভিড লুইজ”