
মিশরীয় সেনসেশন মোহামেদ সালাহ মৌসুমের শেষ পর্যন্ত ফিওরেন্টিনাতে ধারে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন। গত মৌসুমের শীতকালীন দলবদলের বাজারে চেলসি তাঁকে দলে ভেড়ায়। কুয়াদ্রাদোকে দলে নেয়ার পাশাপাশি সালাহকে ধারে পাঠিয়ে নিজের কূটনৈতিক প্রতিভার স্বাক্ষর আরেকবার পেশ করলেন জোসে মরিনিয়ো। মৌসুম শেষে চুক্তি আরো এক বছর বৃদ্ধি করার সুযোগ রয়েছে ফিওরেন্টিনার ।