
বন্দরনগরীর জলদস্যু দের গতবারের রেকর্ড ছিল যাচ্ছেতাই। এবার তাদের দলটা ভালই হয়েছে বলতে গেলে। দল পর্যালোচনায় এবার দেখে নেই চাঁটগাইয়া পোলাদের।
এই দলের বড় শক্তি ব্যাটিং। আইকন তামিমের সাথে ক্রিস গেইল যদি ইনিংস শুরু করেন, তাহলে অনেক বোলারের হৃৎকম্প শুরু হবার ভালোই আশঙ্কা আছে! অনূর্ধ্ব ১৯ এর জাকির হাসান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ- সবাই ভালো ব্যাটসম্যান। কিউই গ্র্যান্ট এলিওট তার ব্যাট দিয়ে যেমন ম্যাচ জেতাতে পারেন তেমনি তার উইকেট টু উইকেট বোলিং ২০ ওভারের ক্রিকেটে গেম চেঞ্জার হতে পারে।

পাকিস্তানের ছেলে ভারতের বর- শোয়েব মালিক আছেন এই দলে, আছেন আফগানিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী। চতুরঙ্গ ডি সিলভা আছেন শ্রীলঙ্কা থেকে।
এই দলের শক্তি তাদের ঘূর্ণি জাদু, আর দুর্বলতা- দলে তাসকিন ব্যতীত কোন বিশেষজ্ঞ গতিতারকা না থাকা । তাসকিন টি টুয়েন্টিতে অনেক খরুচে হতে পারেন। সে ক্ষেত্রে তামিমকে আনকোরা শুভাশিস এর উপর ভরসা রাখতে হবে। আবার ইংলিশ পেসার টাইমাল মিলসও আছেন, যার ক্ষিপ্রতা ও অ্যাগ্রেসিভনেস কাউন্টিতে সুবিদিত।

দেখা যাক- জলদস্যুরা তাদের ক্রিকেটীয় নৈপুণ্য দেখিয়ে শিরোপা ঘরে আনতে পারে কিনা। দেখার বিষয় হবে, জুবায়ের লিখন খেলার সুযোগ পান কিনা, পেলেও কি করেন। টিটোয়েন্টিতে লেগস্পিনারদের কিছু করে দেখানোর সুযোগ অনেক, দেখতে হবে লিখন কি সেই সুযোগ লাগাতে পারেন কি না। আর আব্দুর রাজ্জাকের উপরও নজর রাখবো। এনামুল হক কতটা বদলে গেছেন দেখা যাবে। সব কিছু মিলিয়ে বেশ ভালোই একটা দল। তবে শেষের দিকে বলকে সীমানার বাইরে পাঠানোর মতো পাওয়ার হিটারের অভাবে তাদের ভুগতে হতে পারে।
চিটাগাং ভাইকিংস স্কোয়াড
- তামিম ইকবাল (ব্যাটসম্যান, বাংলাদেশ) – অধিনায়ক
- ক্রিস গেইল (ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ)
- তাসকিন আহমেদ (বোলার, বাংলাদেশ)
- আব্দুর রাজ্জাক (বোলার, বাংলাদেশ)
- আনামুল হক (উইকেটরক্ষক ব্যাটসম্যান, বাংলাদেশ)
- গ্র্যান্ট এলিয়ট (অলরাউন্ডার, নিউজিল্যান্ড)
- মোহাম্মদ নবী (অলরাউন্ডার, আফগানিস্তান)
- শোয়েব মালিক (অলরাউন্ডার, পাকিস্তান)
- ডোয়াইন স্মিথ (ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ)
- শুভাশীষ রায় (বোলার, বাংলাদেশ)
- চতুরঙ্গ ডি সিলভা (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)
- ইমরান খান (বোলার, পাকিস্তান)
- জহুরুল ইসলাম (অলরাউন্ডার, বাংলাদেশ)
- জুবায়ের হোসেন লিখন (বোলার, বাংলাদেশ)
- জীবন মেন্ডিস (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)
- টাইমাল মিলস (বোলার, ইংল্যান্ড)
- নাজমুল হোসেন মিলন (অলরাউন্ডার, বাংলাদেশ)
- সাকলাইন সজীব (বোলার, বাংলাদেশ)
- শহীদুল ইসলাম (অলরাউন্ডার, বাংলাদেশ)
- ইয়াসির আলী (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- জাকির হাসান (ব্যাটসম্যান, বাংলাদেশ)
সম্ভাব্য একাদশ : তামিম, গেইল, তাসকিন, আনামুল, শোয়েব, রাজ্জাক, জহুরুল, সাকলাইন, এলিয়ট, জাকির, মিলস
কোচ : মোহাম্মদ সালাউদ্দিন