
গত আসরে এরা ছিলোনা। তার আগের দুই আসরে দুরন্ত রাজশাহী দেখিয়েছে দুরন্ত পারফরম্যান্স। এবার তারা আবার এসেছে রাজশাহী কিংস নাম নিয়ে। সত্যিকারের বিপিএল কিংস হতে পারবে কিনা- সেটা পরের কথা।

এদের আইকন সাব্বির এদের সবথেকে বড় শক্তি। তার মার কাটারি ব্যাটিং আর খণ্ডকালিন লেগ স্পিন এই ফরম্যাটের আদর্শ। তার অভিষেক হয়েছিলো টি টুয়েন্টি স্পেশালিষ্ট হিসেবেই। তবে ক্রিকেট একজনের খেলা না। এই দলে আরও আছেন আবুল হাসান এবং ফরহাদ রেজা। এরা যে দলকে ডোবাবেন না, তার নিশ্চয়তা কে দেবে? আছেন উমর আকমল, গতবার হেলিকপ্টারে করে ম্যাচ খেলতে গিয়ে এক রানে প্যাভিলিয়নে ফিরে মুখরোচক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি! আছেন মোহাম্মদ সামি- যার অবদানে(!) গতবার কুমিল্লা পায় শিরোপা।
বিস্ময় বালক মেহেদি হাসান মিরাজ থাকলেও বেশি কিছু আশা করবেন না প্লিজ, একে তার ব্যাটিং টেকনিক খুবই দুর্বল আর দুই নম্বর কথা হচ্ছে এটা টেস্ট ম্যাচ না, টি টুয়েন্টি। এখানে টিকে থাকার সংগ্রাম কেউ করেনা, সবাই করে দমাদম মাস্তকালান্দার ব্যাটিং। এ অবস্থায় মিরাজের টেস্ট সাফল্য দেখে অতি আশাবাদী না হওয়াটাই উত্তম।

নজর রাখবেন পেসার হান্টের আবিস্কার ইবাদাত হোসেনের দিকে। মাঝারি মানের দলে পেস বোলিঙে আলো ছড়াতে পারেন তিনি। স্যামি শেষের দিকে পাওয়ার হিট আর বল হাতে মিডিয়াম পেসে কার্যকর, অধিনায়ক হলে কিভাবে সামলান দলকে এটাও দেখার বিষয়, দুবারের টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের জাদুতে রাজশাহীর রাজাদের রাজকীয় প্রত্যাবর্তন হবে কিনা, সেটা জোর গলায় এখনই বলা যাচ্ছে না।
রাজশাহী কিংস স্কোয়াড
- সাব্বির রহমান (অলরাউন্ডার, বাংলাদেশ) – অধিনায়ক
- মেহেদি হাসান মিরাজ (অলরাউন্ডার, বাংলাদেশ)
- ড্যারেন স্যামি (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ)
- এবাদত হোসেন (বোলার, বাংলাদেশ)
- মমিনুল হক (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- উমর আকমল (উইকেটরক্ষক ব্যাটসম্যান, পাকিস্তান)
- উপুল থারাঙ্গা (ব্যাটসম্যান, শ্রীলঙ্কা)
- মিলিন্দা সিরিবর্ধনে (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)
- কেসরিক উইলিয়ামস (বোলার, ওয়েস্ট ইন্ডিজ)
- আবুল হাসান (অলরাউন্ডার, বাংলাদেশ)
- দেলোয়ার হোসেন (বোলার, বাংলাদেশ)
- ফরহাদ রেজা (অলরাউন্ডার, বাংলাদেশ)
- মোহাম্মদ সামি (বোলার, পাকিস্তান)
- রকিবুল হাসান (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- রনি তালুকদার (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- সামিত প্যাটেল (অলরাউন্ডার, ইংল্যান্ড)
- নূরুল হাসান সোহান (উইকেটরক্ষক ব্যাটসম্যান, বাংলাদেশ)
- নাজমুল ইসলাম (বোলার, বাংলাদেশ)
- সালমান হোসেন (অলরাউন্ডার, বাংলাদেশ)
সম্ভাব্য একাদশ : সাব্বির, মিরাজ, মমিনুল, রনি, রকিবুল, সোহান, স্যামি, সিরিবর্ধনে, থারাঙ্গা, আকমল, এবাদত
কোচ : সারওয়ার ইমরান