
কুমিল্লার দলে আগেরবার মাশরাফিকে আইকন হিসাবে পাওয়ার পর উস্মা প্রকাশ করেছিলেন নাফিসা কামাল। ১৬ কোটির নায়ক সেটার জবাব দিয়েছেন টানা তৃতীয় শিরোপা জিতে। এবারো কি কুমিল্লার ঘরেই যাবে শিরোপা? বিপিএলের এবারের দল পর্যালোচনার শুরু গতবারের চ্যাম্পিয়নদের দিয়ে।

অনেকে অনেক দিকে দৃষ্টি দিতে পারেন কুমিল্লার কথা বলতে গিয়ে, আমি বলবো রশিদ খানের কথা প্রথমেই। ব্যাটসম্যানদের তিনি কেমন ভোগাতে পারেন তা দেখা গেছে গত আফগান সিরিজে। লেগ স্পিন একটা শিল্প এবং বিরল শিল্প, এই শিল্পের ব্যবহারে ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে দিতে পারেন শিল্পী রশিদ খান। আরও একটা বত শক্তি এদের দলে অনেক সব্যসাচী। এটা কুড়ি ওভারের ক্রিকেটে অনেক বড় ফ্যাক্টর। কুলাসেকারা, জাইদি, অনূর্ধ্ব ১৯ এর সাইফুদ্দিন আর ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার, তালিকাটা বেশ লম্বা এবং শক্তিশালী আর সাথে মাশরাফি তো আছেনই- নেতৃত্বের জাদুকর! কুড়ি ওভারের ক্রিকেটে তার মার কাটারি ব্যাটিং যে কোন দলের জন্য ভয়ের ব্যাপার।
বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে ইমরুল কায়েস এবার তার বদলে যাওয়া রূপটা এখানেও দেখালে বোলারদের নাকের জল চোখের জল এক হয়ে যেতে পারে। লিটন প্রিমিয়ার লীগেও ভালো করতে পারেননি, বিপিএলে কিছু একটা করে দেখানোর তাড়া তার থাকবেই।

সোহেল তানভীরের বাঁহাতি পেস বৈচিত্র্য আনবে বোলিঙে। তবে আমার কাছে এই দলের শেষ কথা এবং গতবারের থেকে এবারের পার্থক্য-
রশিদ খান,
উল্টে দেবেন পাশার দান।
কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াড
- মাশরাফি বিন মুর্তজা (অলরাউন্ডার, বাংলাদেশ) – অধিনায়ক
- ইমরুল কায়েস (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- লিটন দাস (উইকেটরক্ষক ব্যাটসম্যান, বাংলাদেশ)
- আহমেদ শেহজাদ (ব্যাটসম্যান, পাকিস্তান)
- আসার জাইদি (অলরাউন্ডার, ইংল্যান্ড)
- জেসন হোল্ডার (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ)
- ইমাদ ওয়াসিম (অলরাউন্ডার, পাকিস্তান)
- খালিদ লতিফ (ব্যাটসম্যান, পাকিস্তান)
- নুয়ান কুলাসেকারা (বোলার, শ্রীলঙ্কা)
- মোহাম্মদ শরীফ (বোলার, বাংলাদেশ)
- নাবিল সামাদ (বোলার, বাংলাদেশ)
- সোহেল তানভির (বোলার, পাকিস্তান)
- শাহজাইব হাসান (ব্যাটসম্যান, পাকিস্তান)
- রশিদ খান (অলরাউন্ডার, আফগানিস্তান)
- নাজমুল হোসেন শান্ত (অলরাউন্ডার, বাংলাদেশ)
- রভম্যান পাওয়েল (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ)
- আব্দুল্লাহ আল মামুন (অলরাউন্ডার, বাংলাদেশ)
- মোহাম্মদ আল আমিন (অলরাউন্ডার, বাংলাদেশ)
- জসিমউদ্দিন (ব্যাটসম্যান, বাংলাদেশ)
- মোহাম্মদ সাইফুদ্দিন (অলরাউন্ডার, বাংলাদেশ)
- নাহিদুল ইসলাম (অলরাউন্ডার, বাংলাদেশ)
সম্ভাব্য একাদশ : মাশরাফি, হোল্ডার, ইমরুল, লিটন, কুলাসেকারা, শেহজাদ, জাইদি, নাবিল, শান্ত, আল আমিন, সাইফুদ্দিন
কোচ : মিজানুর রহমান বাবুল