
গুড বাই ক্রুয়েফ!!!যা করেছো ধন্যবাদ।
২.৫ বছরে ফ্রী কিকে গোল খাওয়া অথবা শেষে গোল খাওয়া ঠেকাইতে পারো নাই।
খেলোয়াড় সাব করা শিখো নাই। খেলোয়াড় দাড়ায়ে আছে, তাও বদল করবা না।
বেস্ট ১১ কে খেলাও নাই। এক ফরমেশন ছাড়া অন্য ফরমেশন চিন্তা করতে পারো নাই।
আগে লংপাস এখনকার থেকে ভালো ছিলো। এখন মামুনুল ছাড়া কেউ নাই।
ফিটনেস ক্লাবের আর বাফুফের দোষ। কিন্তু তোমার টাকা দিয়ে ফুল কোচিং স্টাফ নিয়ে আসা যাবে। প্লীজ ক্ষেপ মারা বন্ধ কর।