
সুয়ারেজ ইতিমধ্যে ২২ গোল করে ফেলছে যেখানে এখনো সিজনের হাফ শেষ হয় নি। গত সিজনে সর্বসাকুল্যে করছিল ২৫ গোল। তাই অনুমান করা যায় এই সিজনে সুয়ারেজ ৪০+ গোল করলেও করতে পারে। এর মধ্যে লা লিগায় ২৫ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ৮/৯ গোল আর বাকিগুলা অন্য টুর্নামেন্টে বলে আমার অনুমান। নেইমারও পাল্লা দিয়ে গোল করতেছিল, কিন্তু মাঝখানে ইঞ্জুরির কারণে পিছিয়ে পরে। আর ইঞ্জুরি না হলে আশা করছি সিজন শেষে নামের পাশে ৩৫+ গোল থাকবে। এখনো পর্যন্ত তার গোলসংখ্যা ১৬। মেসিকে নিয়ে অনিশ্চয়তাই আছি। প্রথমে ইঞ্জুরি, ইঞ্জুরি থেকে ফিরল, তারপরে আবার কিডনি সমস্যা। সাথে এখনো শেপে ফিরতে পারে নি, ফিনিশিং ঠিকমত হচ্ছে না। এখনো পর্যন্ত গোল করছে ১১টা। তবে আর কোন সমস্যা না হলে আশা করতেছি সিজনে শেষে ৩৫+ গোল থাকবে (কমই বলছি মনে হয়) একটা দলে তিনটা ৩৫+ গোলস্কোরিং ফরোয়ার্ড থাকলে সেই দলের প্রতি সিজনেই ট্রেবল জেতার কথা। কিন্তু কে জানি বলছিল এটাক আপনাকে ম্যাচ জেতায়, কিন্তু ডিফেন্স জেতায় ট্রফি। ইন ফ্যাক্ট গত সিজনে এমএসএনের পর ট্রেবল জেতায় মূখ্য ভুমিকা রাখছিল আমাদের ডিফেন্স। এই সিজনে সেইরকম পারফরম্যান্স ডিফেন্স থেকে পাইলাম না। গত সিজনে এমএসএন ফেইল করার পরও চিপা দিয়া গোল দিয়ে ডিফেন্সের জোরে সেল্টা, ভ্যালেন্সিয়াসহ আরো বেশ কয়েক টিমের বিপক্ষে ৩ পয়েন্ট নিয়ে আসছিলাম। এবার সেই ডিফেন্স সেল্টা, ভ্যালেন্সিয়া আর করুণার বিপক্ষে পয়েন্ট খাইয়ে দিল। তাই ডিফেন্স যদি এখনো ঠিক না হয় সিজনে বড় কিছু জেতার আশা করা ঠিক হবে না। কারণ এমএসএন প্রতি ম্যাচে বার্সাকে উদ্ধার করে দিয়ে যাবে এটা ভাবলে বলতে হয় আপনি বোকার স্বর্গে বাস করছেন!