
একনজরে দেখে নেওয়া যাক কালকে উল্লেখযোগ্য কোন কোন ডিল কানফার্ম হল –
১. মাত্তেও দারমিয়ান – ইতালিয়ান রাইটব্যাক – তোরিনো থেকে ম্যানচেস্টার ইউনাইটেড – ১৪.৪ মিলিয়ন পাউন্ড – চার বছরের চুক্তি
২. জিওর্জিনিও ভাইনাল্ডাম – ডাচ মিডফিল্ডার – পিএসভি থেকে নিউক্যাসল ইউনাইটেড – ১৪.৫ মিলিয়ন পাউন্ড – পাঁচ বছরের চুক্তি
৩. ভ্যালন বেহরামি – সুইস মিডফিল্ডার – নাপোলি থেকে ওয়াটফোর্ড – ৩ মিলিয়ন পাউন্ড – তিন বছরের চুক্তি
৪. স্যামুয়েল এতো – ক্যামেরুনিয়ান স্ট্রাইকার – সাম্পদোরিয়া থেকে আন্তালিয়োস্পোর – ৩ বছরের চুক্তি
৫. জোশুয়া কিমিচ – জার্মান মিডফিল্ডার – স্টুটগার্ট থেকে বায়ার্ন মিউনিখ – ৫ বছরের চুক্তি
৬. জন গুইডেট্টি – সুইডিশ স্ট্রাইকার – ম্যানচেস্টার সিটি থেকে সেল্টা চিগো – পাঁচ বছরের চুক্তি
৭. এমিলিয়ানো ইনসুয়া – আর্জেন্টাইন লেফটব্যাক – অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে স্টুটগার্ট – তিন বছরের চুক্তি
ফ্রি ট্রান্সফারে স্টোক সিটিতে যোগ দিচ্ছেন সাবেক লিভারপুল রাইটব্যাক গ্লেন জনসন।
এদিকে বায়ার্ন মিউনিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন তাদের তারকা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। শোয়াইনস্টাইগার আসলেও ওদিকে সাউদাম্পটন মিডফিল্ডার মর্গান শ্নাইডারলিনকেও চাচ্ছে ইউনাইটেড।
বার্সা উইঙ্গার পেদ্রো’র বাইআউট ক্লজ ১৫০ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ৩০ মিলিয়ন ইউরো করেছে বার্সেলোনা। পরিষ্কার ইঙ্গিত ক্লাবে আর পেদ্রোকে চাচ্ছে না তারা।
হোম-গ্রোউন কোটা পূরণ করার জন্য অ্যাস্টন ভিলার ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফের দিকে হাত বাড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের আশার গুড়ে বালি ঢেলে দিলেন ডেলফ নিজেই। সিটিতে যাবেন না বলে জানিয়েছেন তিনি।
এদিকে ইতালিয়ান সেন্টারব্যাক ডেভিডে আসতোরি যোগ দিচ্ছেন নাপোলিতে, তিন বছরের চুক্তিতে, জেনোয়া থেকে। রবিন ভ্যান পার্সির ইউনাইটেড ছেড়ে ফেনারবাচেতে যাওয়া অনেকটাই নিশ্চিত, মেডিক্যাল শেষ, ফেনারবাচের মালিকও জানিয়ে দিয়েছেন ভ্যান পার্সি ফেনারবাচেতেই যাচ্ছেন।
এসি মিলান দলে চাচ্ছে জেনিতের বেলজিয়ান মিডফিল্ডার অ্যাএক্সেল উইটসেলকে। চুক্তিতে ফরাসী মিডফিল্ডার জেরেমি মেনেজকেও যোগ করা হতে পারে। এদিকে মিলান থেকে মোনাকোতে ১ বছরের ধারে যাচ্ছেন ইতালিয়ান স্ট্রাইকার স্টেফান এল শারাউই, ২ মিলিয়ন ইউরো’র বিনিময়ে, ১৫ লীগ ম্যাচ খেলালে মোনাকোকে পাকাপাকিভাবে ১৬ মিলিয়ন ইউরো’র বিনিময়ে কিনে ফেলতে হবে শারাউইকে।