
এক নজরে দেখে নেওয়া যাক এই এক দিনে কে কোথায় গেলেন –
১. বাস্তিয়ান শোয়াইনস্টাইগার – জার্মান মিডফিল্ডার – বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড – ১৪ মিলিয়ন পাউন্ড – তিন বছরের চুক্তি
২. মর্গান শ্নাইডারলিন – ফরাসী মিডফিল্ডার – সাউদাম্পটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড – ২৫ মিলিয়ন পাউন্ড – চার বছরের চুক্তি
৩. ক্লদিও রানিয়েরি – নতুন কোচ – লেস্টার সিটি
৪. আসমির বেগোভিচ – বসনিয়ান গোলরক্ষক – স্টোক সিটি থেকে চেলসি – ৮ মিলিয়ন পাউন্ড – চার বছরের চুক্তি
৫. শ্যে গিভেন – আইরিশ গোলরক্ষক – অ্যাস্টন ভিলা থেকে স্টোক সিটি
৬. মার্কো ভ্যান গিঙ্কেল – ডাচ মিডফিল্ডার – চেলসি থেকে স্টোক সিটি – ১ বছরের ধার
৭. স্টেফান এল শারাউই – ইতালিয়ান উইঙ্গার – এসি মিলান থেকে মোনাকো – ১.২ মিলিয়ন পাউন্ড
৮. কার্লোস তেভেজ – আর্জেন্টাইন স্ট্রাইকার – জুভেন্টাস থেকে বোকা জুনিয়র্স
ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং ম্যানচেস্টার সিটির হয়ে এখন মেডিক্যাল পরীক্ষা করাচ্ছেন। মর্গান শ্নাইডারলিনের রিপ্লেইসমেন্ট হিসেবে ফেইনুর্দ থেকে ডাচ মিডফিল্ডার জর্ডি ক্লাসি কে আনছে সাউদাম্পটন।
রাশিয়ার কোচ হিসেবে বরখাস্ত করা হয়েছে ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোকে, ২০১৮ পর্যন্ত থাকা চুক্তি এখনই শেষ হয়ে যাওয়ায় ক্যাপেলো কমপেনসেশান ফি হিসেবে পকেটে পুরবেন প্রায় ১১ মিলিয়ন পাউন্ডের মত।
ফিওরেন্টিনার আর্জেন্টাইন সেন্টারব্যাক ফাকুন্দো রনক্যাগলিয়াকে দলে চাচ্ছে মার্শেই। রোমার সেন্টারব্যাক অ্যালেসসিও রোমানিওলির জন্য ২২ মিলিয়ন ইউরো অফার করেছে এসি মিলান, কিন্তু রোমা চাচ্ছে ৩০ মিলিয়ন।
এদিকে এএস রোমায় আর মনেহয় যাওয়া হচ্ছে না এডিন জেকোর। জেকোর জন্য বোনাস-টোনাস মিলিয়ে ৩৫ মিলিয়ন ইউরো’র মত চাচ্ছে সিটি, যেখানে রোমা দিতে চাচ্ছে ১৮ মিলিয়ন ইউরোর মত। তাই জেকোর বদলে জেনিতের ভেনেজুয়েলান স্ট্রাইকার সলোমন রনডনের দিকে নজর দিয়েছে রোমা। ২০ থেকে ২২ মিলিয়ন ইউরো দিলেই জেনিত ছেড়ে দেবে রনডনকে।