
প্রথম টেস্টের দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান সোহান।
* শুভাগত ও মিরাজ এসেছেন শুধু স্পিনার বিবেচনায়ই। ইংল্যান্ডের অনেক বাঁহাতি ব্যাটসম্যান। নির্বাচকদের কথা, এজন্যই দুজন অফ স্পিনার রাখা হয়েছে।
*আমাদের মনে হয়েছে মিরাজ টেস্ট ক্রিকেটের জন্য রেডি–প্রধান নির্বাচক
* লিটন ম্যাচ খেলার মত ফিট নন। তাই দলে সোহান
* সৌম্যর ফর্ম চিন্তার, তবে ক্লাস নিয়ে সংশয় নেই। আশা করা হচ্ছে সে রানে ফিরবে-কোচ চন্দিকা হাথুরুসিংহে
* মাত্র ২ পেসার ইচ্ছে করেই রাখা। টার্নিং উইকেট ও একাদশে ৩ স্পিনারের ইঙ্গিত