
বুঝলাম আপনারা সবাই জয়ে খুশি, আমিও খুশি, কিন্তুু টাটাকে উঠাতে গিয়ে অনেকে সাবেলাকে বেশি নিচে নামিয়ে দিচ্ছেন না?
অনেকে বলছেন টাটার দল সিলেকশন সাবেলার থেকে বেশি। সাবেলা বানেগা, পাস্তোরেকে ডাকেনি দলে, কিন্তুু টাটা তাঁদের ডেকেছেন।
যতটুকু মনে পরে, বানেগাকে সাবেলা সব সময়ই তাঁর দলে রাখতেন। কিন্তু একেবারে শেষে এসে ওয়ার্ল্ড কাপ দল ঘোষণার সময় তিনি বানেগাকে বাদ দেন, বদলে নেন এঞ্জো পেরেজকে। পেরেজ ছিল সেই সিজনে পর্তুগীজ লিগের সেরা খেলোয়ার, অন্যদিকে বানেগার ফর্ম খারাপ ছিল বলে ভেলেন্সিয়া তাঁকে বোকা জুনিয়রসে পাঠিয়ে দেয়।
আর পাস্তোরেকে গত সিজন পর্যন্তও ফ্রেঞ্চ লিগের ইতিহাসের অন্যতম বাজে সাইনিং হিসেবে ধরা হত। লিওনারদোকে পিএসজি ফ্যানদের কাছে ভালো প্যারা খেতে হয়েছিল পাস্তোরেকে এত দামে কিনার জন্য। সেই পাস্তোরে এই সিজন থেকে দেখানো শুরু করেছে সে কি জিনিস। তাঁর ফর্ম যদি ওয়ার্ল্ড কাপের আগেও ভালো হত, তাহলে সাবেলা তাঁকে দলে নিতেন হয়ত।
আর তেভেজের ব্যাপারে কি বলব, নিজেরাই বুঝতেছেন যে তেভেজকে দলে রাখার পিছে কোন কারণ নেই।
অনেকে আবার বলছেন টাটা অ্যাটাকিং খেলে, সাবেলা বোরিং ডিফেন্সিভ ফুটবল খেলত। সাবেলা শুধুমাত্র এত ডিফেন্সিভ খেলেছেন কিন্তুু ওয়ার্ল্ড কাপেই, ওয়ার্ল্ড কাপ কুয়ালিফায়ারে অনেক দলের সাথেই কিন্তু বেশ অ্যাটাকিং খেলে ভালো ডমিনেশন করে জিতিয়েছেন।
আর টাটা সাহেব যে এত অ্যাটাকিং খেলে, তাতে লাভ কি? এক প্যারাগুয়ে ছাড়া সব ম্যাচ দেখার সময় আমার ঘুম এসেছে।
বিশ্বকাপে যে আমাদের অনেকের জীবনে সেরা আর্জেন্টিনা পারফর্মেন্সের পিছের কারিগর, তাঁর প্রতি আরেকটু সম্মান দেখানো উচিত।