

এই মৌসুমে টটেনহ্যাম ফুটবল-বিশ্বকে উপহার দিয়েছে এক বিস্ময়বালক, যার নাম হ্যারি কেইন। একসময় আর্সেনাল যুবদলে চান্স না পাওয়া, টটেনহ্যামেও প্রথমদিকে অচ্ছুৎ থাকা এই স্ট্রাইকার এখন টটেনহ্যামের অন্যতম কাণ্ডারি, এই পর্যন্ত মৌসুমের ৩৩ ম্যাচে গোল করেছেন ২০ টি।

সোনার ডিম পাড়া এই হাঁসকে তাই এখনই নিজেদের ক্লাব থেকে ছাড়তে চাইছে না টটেনহ্যাম, হ্যারি কেইনের সাথে নতুন করে আরও সাড়ে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছে তারা, ফলে নতুন চুক্তি অনুসারে ২০২০ সাল পর্যন্ত টটেনহ্যামের হয়ে গেলেন কেইন, প্রতি সপ্তাহে আয় করবেন ৪৫ হাজার পাউন্ড।
টটেনহ্যামের অ্যাকাডেমি গ্র্যাজুয়েট হ্যারি কেইনের অভিষেক হয় ২০১১ সালে হার্টসের বিরুদ্ধে, ইউরোপা লিগের এক ম্যাচে। স্যান্ডারল্যান্ডের বিপক্ষে গত মৌসুমে প্রিমিয়ার লিগের অভিষেকেই গোল করে জানিয়ে দেন তাঁর আগমনবার্তা। এই সপ্তাহেও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সাথে করেছেন তিনি জোড়া গোল।