
জেনোয়া লেফটব্যাক লুকা আন্তোনেল্লি ও পারমা সেন্টারব্যাক গ্যাব্রিয়েল পালেত্তাকে দলে নিয়ে রক্ষণবিভাগ শক্তিশালী করলো এসি মিলান। মাত্র এক মিলিয়ন ইউরো’র বিনিময়ে জুলাই ৩০, ২০১৮ পর্যন্ত ইতালিয়ান সেন্টারব্যাক পালেত্তার সাথে চুক্তি করেছে এসি মিলান।
এদিকে আন্তোনেল্লির ব্যাপারটা অনেকটা ঘরে ফেরার মতই। ছিলেন মিলানের যুব অ্যাকাডেমির খেলোয়াড়, এতদিন পর আবারো সাড়ে তিন বছরের চুক্তিতে আসলেন মিলানে।