
ছয়মাস আগে ইংলিশ উইঙ্গার অ্যারন লেনন যখন টটেনহ্যাম হটস্পার থেকে ধারে এভারটনে আসলেন, তাঁর চেহারা দেখে যে কেউই ভাবত তাঁকে বোধহয় কেউ পিস্তলের মুখে জোর করে এভারটনে নিয়ে এসেছে (ডানে)।
কিন্তু এই গ্রীষ্মকালীন দলবদলে আর সেই গোমড়ামুখো লেনন আর নেই, পাকাপাকিভাবে এভারটনে এসেছেন বলেই কি না, বত্রিশখানা দাঁত দেখাতে ভোলেননি এবার (বামে)!