
ফুটবলে চলছে গ্রীষ্মকালীন দলবদল। দলবদলের দামামা বাজা শুরু হয়েছে বিভিন্ন লিগে, বিভিন্ন ক্লাবে। ইংলিশ প্রিমিয়ার লিগে তো আবার এই মৌসুমে দলবদল শেষও হয়ে গিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল শেষ হলেও, অন্যান্য লিগের দলবদল তো এখনো শেষ হয়নি। এই সময়টায় বিভিন্ন ক্লাব নিজেদেরকে শক্তিশালী করার উদ্দেশ্যে খেলোয়াড় দলে আনবে, খেলোয়াড় দল থেকে ছাঁটাই করবে। দলবদলের এই বাজারে কোন দলের অবস্থা কিরকম তা জানার জন্য এখন থেকে নিয়মিত গোটা দলবদল এর সময় জুড়ে গোল্লাছুটের বিজ্ঞ পাঠকদের দলবদল এর বিভিন্ন খবরাখবর সম্পর্কে ওয়াকিবহাল করা হবে।
যারা যারা ক্লাব বদল করেছেন –
- ডেনিস চেরিশেভ | রাশিয়া | উইঙ্গার | সাবেক ক্লাব : ভিয়ারিয়াল | বর্তমান ক্লাব : ভ্যালেন্সিয়া | ধার
- স্টিভেন এনজনজি | ফ্রান্স | ডিফেন্সিভ মিডফিল্ডার | সাবেক ক্লাব : সেভিয়া | বর্তমান ক্লাব : এএস রোমা | ২৮.৫ মিলিয়ন পাউন্ড
- স্যামুয়েল এতো | ক্যামেরুন | স্ট্রাইকার | সাবেক ক্লাব : কোনিয়াস্পোর | বর্তমান ক্লাব : কাতার স্পোর্টস ক্লাব | ফ্রি
- তিমুইয়ে বাকায়োকো | ফ্রান্স | সেন্ট্রাল মিডফিল্ডার | সাবেক ক্লাব : চেলসি | বর্তমান ক্লাব : এসি মিলান | ধার
- কেভিন গ্যামেইরো | ফ্রান্স | স্ট্রাইকার | সাবেক ক্লাব : অ্যাটলেটিকো মাদ্রিদ | বর্তমান ক্লাব : ভ্যালেন্সিয়া | ১৪.৩ মিলিয়ন পাউন্ড
- ম্যানুয়েল লোকাতেল্লি | ইতালি | সেন্ট্রাল মিডফিল্ডার | সাবেক ক্লাব : এসি মিলান | বর্তমান ক্লাব : সাসসুয়োলো | ধার
- অ্যালেক্স সং | ক্যামেরুন | সেন্ট্রাল মিডফিল্ডার | সাবেক ক্লাব : রুবিন কাজান | বর্তমান ক্লাব : এফসি সিওন
যারা যারা ক্লাব বদল করতে পারেন –
- স্যামু ক্যাস্তিয়েহো | স্পেইন | উইঙ্গার | আগ্রহী ক্লাব : ভিয়ারিয়াল | বর্তমান ক্লাব : এসি মিলান | ধার
- মারলন সান্তোস | ব্রাজিল | সেন্টারব্যাক | বার্সেলোনা | আগ্রহী ক্লাব : শালকে ০৪/সাসসুয়োলো | ১৩.৮ মিলিয়ন পাউন্ড
- লুকা মডরিচ | ক্রোয়েশিয়া | সেন্ট্রাল মিডফিল্ডার | রিয়াল মাদ্রিদ | আগ্রহী ক্লাব : ইন্টার মিলান
- মিরালেম পিয়ানিচ | বসনিয়া হার্জেগোভিনা | সেন্ট্রাল মিডফিল্ডার | জুভেন্টাস | আগ্রহী ক্লাব : রিয়াল মাদ্রিদ
- জোয়েল ক্যাম্পবেল | কোস্টারিকা | স্ট্রাইকার | আর্সেনাল | আগ্রহী ক্লাব : ফ্রসিনোনে
- মইস কিন | ইতালি | স্ট্রাইকার | জুভেন্টাস | আগ্রহী ক্লাব : মোনাকো
- সিমোনে জাজা | ইতালি | স্ট্রাইকার | ভ্যালেন্সিয়া | আগ্রহী ক্লাব : অলিম্পিক মার্শেই
- জার্ভিনহো | আইভোরি কোস্ট | উইঙ্গার | হেবেই চায়না ফরচুন | আগ্রহী ক্লাব : পারমা
- ক্রিস্টিয়ান এরিকসেন | ডেনমার্ক | সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার | টটেনহ্যাম হটস্পার | আগ্রহী ক্লাব : রিয়াল মাদ্রিদ | ১৭৯ মিলিয়ন পাউন্ড
- অ্যালেক্স সান্দ্রো | ব্রাজিল | লেফটব্যাক | জুভেন্টাস | আগ্রহী ক্লাব : প্যারিস সেইন্ট জার্মেই
- ডিয়েগো ল্যাশাল্ট | উরুগুয়ে | লেফটব্যাক/সেন্ট্রাল মিডফিল্ডার | জেনোয়া | আগ্রহী ক্লাব : এসি মিলান
- সেবাস্তিয়ান রুডি | জার্মানি | ডিফেন্সিভ মিডফিল্ডার | বায়ার্ন মিউনিখ | আগ্রহী ক্লাব : র্যাসেনবলস্পোর্ট লাইপজিগ/শালকে ০৪