
রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে কোস্টারিকার কোচ অস্কার রামিরেজ ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। দলে স্বাভাবিকভাবেই রয়েছেন একাধিক সুপারস্টার, যাদের মধ্যে উল্লেখযোগ্য – গোলরক্ষক কেইলর নাভাস, মিডফিল্ডার ব্রায়ান রুইজ, মিডফিল্ডার সেলসো বোর্গেস ইত্যাদি। গতবার ইংল্যান্ড, ইতালি ও উরুগুয়ের গ্রুপ অফ ডেথে পড়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার অসাধ্য সাধন করেছিল এই কোস্টারিকা ই। এমনকি গতবারই কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বকে চমকে দিয়েছিল কোস্টারিকা। এবারের বিশ্বকাপ এ ব্রাজিলের গ্রুপে পড়া কোস্টারিকা এর বাকী দুই গ্রুপসঙ্গী সার্বিয়া ও সুইজারল্যান্ড। একনজরে আসুন দেখে নিই ব্রাজিলের গ্রুপপর্বের এই প্রতিপক্ষ সম্পর্কে!
গোলরক্ষক
- কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ)
- প্যাট্রিক পেম্বার্টন (আলাহুয়েলেনসে)
- লেওনেল মোরেইরা (হেরেদিয়ানো)
ডিফেন্ডার
- ব্রায়ান ওভেইদো (স্যান্ডারল্যান্ড)
- জিয়ানকার্লো গঞ্জালেস (বোলোনিয়া)
- ক্রিস্টিয়ান গ্যাম্বোয়া (সেল্টিক)
- জনি অ্যাকোস্টা (রিওনেগ্রো অ্যাগুলিয়াস)
- অস্কার ডুয়ার্টে (এসপ্যানিওল)
- ফ্র্যানসিস্কো ক্যালভো (মিনেসোটা ইউনাইটেড)
- কেনডাল ওয়াটসন (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস)
- রোনাল্ড মাত্তারিয়া (নিউ ইয়র্ক সিটি)
- ইয়ান স্মিথ (নরকপিং)
মিডফিল্ডার
- সেলসো বোর্গেস (দেপোর্তিভো লা করুনিয়া)
- ক্রিস্টিয়ান বোলানিওস (সাপ্রিসা)
- র্যান্ডাল অ্যাজোফিফা (হেরেদিয়ানো)
- ইয়েল্টসিন তেজেদা (লসানে স্পোর্ত)
- ডেভিড গুজম্যান (পোর্টল্যান্ড টিমবার্স)
- রডনি ওয়ালেস (নিউ ইয়র্ক সিটি)
- ড্যানিয়েল কলিন্ড্রেস (স্যাপ্রিসা)
- ব্রায়ান রুইজ (স্পোর্টিং লিসবন)
ফরোয়ার্ড
- জোয়েল ক্যাম্পবেল (রিয়াল বেটিস)
- মার্কো ইউরেনা (লস অ্যাঞ্জেলস)
- ইয়োহান ভেনেগাস (স্যাপ্রিসা)
ব্রায়ান রুইজের অধিনায়কত্বে এবারো কোস্টারিকা গতবারের মত চমক দেখানোর চেষ্টা করবে। অনূর্ধ্ব-২৩ এর এক খেলায় মারামারিতে জড়িয়ে পড়ার কারণে সাবেক কোচ ও স্ট্রাইকার পাওলো ওয়ানচোপ কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে কোচের দায়িত্ব এসে পড়ে অস্কার রামিরেজের কাঁধে, যিনি মূলত সেই চমক সৃষ্টিকারী ২০১৪ সালের মূল একাদশটাই কমবেশী রাখতে চেয়েছেন। কোস্টারিকা মূলত ফ্ল্যাট ৫-৪-১ ফর্মেশানে খেলতে পছন্দ করে, উইংনির্ভর খেলায় সামনে একজন টার্গেটম্যান – ব্যস, তাদের ভালো খেলার রেসিপি এটাই। মূল একাদশের দুই ফুলব্যাক হিসেবে কোস্টারিকা দলে রয়েছেন বামদিকে স্যান্ডারল্যান্ডের ব্রায়ান ওভেইদো এবং ডানদিকে সেল্টিকের ক্রিস্টিয়ান গ্যাম্বোয়া। ৫-৪-১ ফর্মেশানে মাঝের তিনজন সেন্টারব্যাক হিসেবে খেলার সম্ভাবনা সবচাইতে বেশী কেনডাল ওয়াটসন, জনি অ্যাকোস্টা ও জিয়ানকার্লো গঞ্জালেসের, তবে এই তিনজনের জায়গায় ফ্র্যানসিস্কো ক্যালভোও খেলতে পারেন তৃতীয় সেন্টারব্যাক হিসেবে। তাছাড়া ব্যাকআপ হিসেবে রয়েছেন অভিজ্ঞ সেন্টারব্যাক অস্কার ডুয়ার্টে। ৬ ফুট ৪ ইঞ্চির কেনডাল ওয়াটসন সেটপিসে অনেক ভয়ঙ্কর, হেডে গোল করতে পারেন বেশ। বামদিকে ব্রায়ান ওভেইদোর ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে লেফটব্যাক রোনাল্ড মাত্তারিয়াকে। আর ডানদিকে ক্রিস্টিয়ান গ্যাম্বোয়ার ব্যাকআপ হিসেবে আছেন রাইটব্যাক ইয়ান স্মিথ।

এবার আসা যাক মিডফিল্ড প্রসঙ্গে। চারজন মিডফিল্ডারের মধ্যে দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার ও দুইজন ওয়াইড মিডফিল্ডার – এভাবেই খেলায় কোস্টারিকা । দুইজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে অধিনায়ক ব্রায়ান রুইজ ও ক্রিস্টিয়ান বোলানিওস এই দুইজনের খেলা একরকম নিশ্চিত। ব্রায়ান রুইজ আবার খেলতে পারেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও। এই দুজনের ব্যাকআপ হিসেবে দলে উইঙ্গার আছেন সাবেক আর্সেনাল তারকা জোয়েল ক্যাম্পবেল। যেমনটা নিশ্চিত সেন্ট্রাল মিডফিল্ডে সেলসো বোর্গেসের খেলাটাও। বাকী একজন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলার জন্য র্যান্ডাল অ্যাজোফিফা আর ডেভিড গুজম্যানের মধ্যে বেশ লড়াই হবে। ইনজুরির কারণে উইঙ্গার ক্রিস্টিয়ান বোলানিওস আদৌ শেষ পর্যন্ত মূল একাদশে জায়গা করে নিতে পারেন কি না, এটাও দেখার বিষয়।
একমাত্র স্ট্রাইকার হিসেবে মূল একাদশে জায়গা করে নেওয়ার জন্য লড়াই হবে মার্কো ইউরেনা ও ইয়োহান ভেনেগাসের মধ্যে।
আর বলা বাহুল্য, এই দলের মূল একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস।